গুন গুন সুরে চলো না সবাই
নতুন সে এক গান শোনাই
ভুলে যাই চলো সেই সব স্মৃতি
যা চোখের কোণায় জল জমায়।
HAPPY NEW YEAR--2022
-
P.A.V HIGH SCHOOL
BIRBHUM
এলোমেলো ঝড়ে পাল্টি খেতে খেতে যখনই একটা খাদের সামনে এসে পড়েছি, ঠিক তখনই তুমি দু-হাত বাড়িয়ে আমাকে রক্ষা করেছো।🙏🙏
-
স্নেহ বা ভালোবাসার সম্পর্ক গুলোকে মজবুত করতে চাইলে, মনের অভিব্যক্তি গুলোকে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে হয়। যতখানি ভালোবাসো, ততখানিই মুখ ফুটে বলতে হয়। নইলে কখনও কখনও অযাচিত ভাবেই দুটি মানুষের মাঝে একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়ায়। আর তখনই সম্পর্কের মধ্যে ফাটল ধরে।
-
উৎসশ্রীর উৎস হতে
উৎসারিল আলো
কেউবা পুড়ে শুদ্ধ হল
কেউবা হল কালো।-
নদী যখন জলে জলে ভরাট হয়ে যায়---
সে চোখের জলই হোক কিংবা মেঘের,
তখন সে আর কল কল শব্দ করতে পারেনা। একেবারে নিথর, নিস্তব্ধ হয়ে যায়।-
একজন বালিশের তলায় তিন দিন ধরে তোমার ছবি রেখে দিলে। আর আরেকজন সকাল সন্ধ্যা তোমার নাম-গান শোনালে। এর পরে আর পালাই কি করে।
-
শেষ অবধি মনের রশিতে টান দিয়েই ছাড়লে। তা বেশ। তবে শেষ টুকু আর বাকি থাকে কেন।🙏🙏🙏
-
শেষ অবধি মনের রশি তে টান দিয়েই ছাড়লে। তা বেশ। এবার তাহলে কাছেই
টেনে নাও।🙏🙏🙏🙏-
যে ছেড়ে যেতে চায়
তাকে অবলীলায় যেতে দিতে হয় ।
জোর করে ধরে রাখার চেষ্টা করা মানে
নিজেকে তিলে তিলে নষ্ট করা।-