Gopa Garain Mondal   (Gopa Garain Mondal)
43 Followers · 70 Following

Assistant Teacher
P.A.V HIGH SCHOOL
BIRBHUM
Joined 21 July 2018


Assistant Teacher
P.A.V HIGH SCHOOL
BIRBHUM
Joined 21 July 2018
31 DEC 2021 AT 16:27

গুন গুন সুরে চলো না সবাই
নতুন সে এক গান শোনাই
ভুলে যাই চলো সেই সব স্মৃতি
যা চোখের কোণায় জল জমায়।

HAPPY NEW YEAR--2022

-


22 DEC 2021 AT 19:01

তোর জন‍্য
I love u beta

-


17 DEC 2021 AT 11:16

এলোমেলো ঝড়ে পাল্টি খেতে খেতে যখনই একটা খাদের সামনে এসে পড়েছি, ঠিক তখনই তুমি দু-হাত বাড়িয়ে আমাকে রক্ষা করেছো।🙏🙏

-


31 OCT 2021 AT 11:18

স্নেহ বা ভালোবাসার সম্পর্ক গুলোকে মজবুত করতে চাইলে, মনের অভিব্যক্তি গুলোকে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে হয়। যতখানি ভালোবাসো, ততখানিই মুখ ফুটে বলতে হয়। নইলে কখনও কখনও অযাচিত ভাবেই দুটি মানুষের মাঝে একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়ায়। আর তখনই সম্পর্কের মধ‍্যে ফাটল ধরে।

-


29 OCT 2021 AT 8:11

উৎসশ্রীর উৎস হতে
উৎসারিল আলো
কেউবা পুড়ে শুদ্ধ হল
কেউবা হল কালো।

-


20 OCT 2021 AT 10:18

নদী যখন জলে জলে ভরাট হয়ে যায়---
সে চোখের জলই হোক কিংবা মেঘের,
তখন সে আর কল কল শব্দ করতে পারেনা। একেবারে নিথর, নিস্তব্ধ হয়ে যায়।

-


17 OCT 2021 AT 9:31

একজন বালিশের তলায় তিন দিন ধরে তোমার ছবি রেখে দিলে। আর আরেকজন সকাল সন্ধ‍্যা তোমার নাম-গান শোনালে। এর পরে আর পালাই কি করে।

-


17 OCT 2021 AT 9:03

শেষ অবধি মনের রশিতে টান দিয়েই ছাড়লে। তা বেশ। তবে শেষ টুকু আর বাকি থাকে কেন।🙏🙏🙏

-


17 OCT 2021 AT 8:55

শেষ অবধি মনের রশি তে টান দিয়েই ছাড়লে। তা বেশ। এবার তাহলে কাছেই
টেনে নাও।🙏🙏🙏🙏

-


10 OCT 2021 AT 8:06

যে ছেড়ে যেতে চায়
তাকে অবলীলায় যেতে দিতে হয় ।
জোর করে ধরে রাখার চেষ্টা করা মানে
নিজেকে তিলে তিলে নষ্ট করা।

-


Fetching Gopa Garain Mondal Quotes