পারোতো আমাই লুকিয়ে নাও, পুরুষ ভেসে না পারো ,তাহলে বুকের তিল করে নাও ।
-
🙏মনীষীদের কথা🙏
👉 মানুষ তাই পাই যা সে চেষ্টা করে।
👉 সর্বদা আশাবাদী হও ।
👉 মানুষের মনোবলই হল প্রকৃত বল।
👉 জ্ঞান সঞ্চয়করীরা মরনের পরও জীবিত থাকে ।
👉 মানুষ তার শেষফল অবশ্যই পাই।
👉 ভয়কে মন স্থান দিয়োনা
👉 দুঃখ মানুষের জীবনে ব্যর্থতা আনে
👉 ধৈর্য হল প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ।
👉 জ্ঞান একমাত্র মহামূল্যবান সম্পদ ।
👉যে চেষ্টা ও পরিশ্রম করে ,সে তার ফল পাই ।
👉সময়ই হল জীবন ।
👉সুনাম হল মানুষের দ্বিতীয় জীবন।
👉 পরিক্ষায় নকল করা মনেই আত্মহত্যা করা ।
(সংগ্রহ)
-
মায়ের একটি কষ্টের নিঃশ্বাস,
সাতটি দোযকের চেয়েও ভয়ংকর !!
আর একটি সুখের হাসি ,
আটটি বেহেস্তের সমান!!
বিশ্বনবী হযরত মােহাম্মদ (সাঃ)-
যেখানে ভালোবাসা থাকে, সেখানে কিছু স্বার্থ লুকিয়ে থাকে ।
যেখানে স্বার্থ লুকিয়ে থাকে, সেখানে ভালোবাসা থাকে না।
আর যেখানে সত্যিকারে ভালোবাসা থাকে, সেখানে স্বার্থ থাকেনা।-
"কিছু হারিয়ে কিছু পাওয়ার নামই ভালোবাসা হয় ,তাহলে সেই ভালোবাসাকে আমার নমস্কার।
যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে স্বার্থ থাকেনা"-
যদি আমার দ্বারা কোনাে ভুল হয়, অন্যের কাছে সমালােচনা না করে আমাকেই জানিও ,কারন সেগুলাে ঠিক করতে একমাত্র আমিই পারবাে, অন্য কেউ নয় ।
-
খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলাে পরিস্থিতি না বুঝেই ভুল বােঝে !
-
পৃথিবীতে Free তে কিছুই পাওয়া যায় না .... শুধু মায়ের ভালোবাসা । ছাড়া !!
-
~~~~~~•••••~~~~•••••~~~~~~
"আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোজার চেষ্টা করি ,
কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করিনা "
~~~~~~•••••~~~~•••••~~~~~~-
পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে,স্বামী কে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়,বন্ধু পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপায় বার্ধক্যে...।
-