গণেশদাদার বোন   (গণেশদাদার বোন)
3 Followers · 1 Following

Joined 10 April 2020


Joined 10 April 2020


Drowning in a blank page,
No words to save,
This silence is very comfortable,
Just can't numb the pain.

শব্দ জমে হয়েছে পাহাড়,
তবু গল্প জমছে কই,
কয়েক পাতা পড়ার পরই,
হঠাৎ গল্প হারালো খেই।

শব্দ খসলে ব্যথা বাড়বে আবার,
তাই বন্ধ থাকুক বই।
In the numbness of the dark hour,
I'm getting used to this pain.

-



আকাশ চিরে যে কয়েকফোঁটা,
মাটি না ছুঁয়ে, ছুঁয়ে গেল আমার ঠোঁট।
সত্যি বল তাদের কোন মূল্যে,
কিনেছিলে তুমি?
দূর সাগরের যে ঝোড় হাওয়া,
ছুটে এসে আমার চুলে,
লেপে গেছিল তোমার ওম,
সত্যি বল তাদের দিয়েছিলে কোন যক্ষের ধন?
আকাশ জুড়ে যে মেঘেরা,
তারা ঢাকছে দিন রাত,
তারা সব রঙে,
কেন আঁকছে তোমার অবয়ব।
সত্যি বলো কোন মূল্যে,
করেছ অমূল্যকে দাস?
কেন তোমায় ছোঁয়ার আগেই,
আমার মনে তোমায় হারিয়ে ফেলার ত্রাস?

-



Bark little puppies,
Bark behind my back.
Throw some more mud,
Bark some more lies.
I know baby,
You want some sympathies,
So just fake some tears,
From your glowing eyes,
Then preach some জ্ঞানের কথা,
যা মেনে চলার সাধ্য নিজের নাই।
Bark behind my back puppies,
Bark behind my back,
Just remember,
"আমার কোনো শাখা প্রশাখা নাই।"

-



এলোমেলো অক্ষর সব,
ছন্নছাড়া শব্দরা,
লুকিয়ে রেখেছে নামহীন কত কবির শব,
সবই দুঃখবিলাসের আস্কারা।
ব্যর্থ যত শব্দের দল,
বলতে পারছে কোথায় মনের কথা?
কত সাজানো শব্দছক,
দিনের শেষে তাইতো দিশাহারা।

রাত পেরিয়ে যায় নিদ্রাহীন,
বছর-মাস কাটছে দিন,
ভীষণ গোপন এক স্বেচ্ছাবসর,
শুধু দেওয়াল জানে সে খবর।

বদ্ধ ঘর, একলা কবিতা রুদ্ধশ্বাস,
সবই মিথ্যে ভালো থাকার আশ্বাস।।

-



স্বপ্ন গুলো এক পা এক পা
করে যাচ্ছে আরো দূরে।
আমি তখনও মন্ত্রমুগ্ধ হয়ে,
দেখছি কেমন করে ধস নামে।
না না, আমি এ ঝড় আটকাবো না,
বাঁধ দেবো না দুই পাড়ে,
বরং আরো কিছু ধ্বংস আনব,
শেষে নিজেই হারিয়ে দেবো নিজেকে।।

-



O babe,
Please come for me,
Say a pretty lie,
Plan to get me,
Use the numbing spray,
Take away the pain,
Put some makeup,
And make me belive
I don't have scars on my face.
Promise to bring
The heaven and moon
On the ground for me.
Then leave me
In a new hell.
Bring the doom,
Cherish my love with a new pain.
All this could be our story,
You're just a lie away,
And I'm tired of these naked truth anyway.
So please come babe,
Say a pretty lie,
And keep me for yourself.

-



নিকষ কালো যে রাতের আঁধার,
চাঁদ তারাও লুকিয়ে মেঘের ছায়ায়।
এমন রাতেও সে আলোর আশা,
জানিনা কোন জাদুর মায়ায়।।

-



Another failure,
Knocking at the door.
I want to avoid it,
But I know I can't ignore.
I will promise to learn from it,
Then forget all.
I will keep repeating them,
Until my back hits the wall.
It will be too late,
Too late to stand up again.
I'll just be left with my poems,
To get used to the pain.

-



Love is a trap,
Don't run for it honey.
Work hard,
And run behind money.
A hand to hold,
A shoulder to cry,
I know isn't easy to find,
And one can't buy.
Cry alone,
Loneliness has it's own peace,
Trust me,
That peace is a pure bliss.

-



Another failure,
Knocking at the door.
I want to avoid it,
But I know I shouldn't ignore.
I will promise to learn from it,
Then forget all.
I will keep repeating them,
Until my back hits the wall.
It will be too late,
Too late to stand up again.
I'll come back to my poems,
Just to get used to the pain.

-


Fetching গণেশদাদার বোন Quotes