Gautam Chattopadhyay  
5 Followers · 1 Following

Joined 23 August 2018


Joined 23 August 2018
7 MAY 2023 AT 10:21

তোমার হাত ধরে একদিন গল্প লিখবো ভাবি,
যার মুখ্য চরিত্র কোনোভাবেই তুমি নও;
তবু তোমার দু'চোখের আছন্নতায় বিভোর হয়ে,
কলমের ডগায় রয়ে যাবে শত ভাবনার স্রোত।

তুমি বরং প্রথম পাঠিকা হয়ে থেকো,
পাণ্ডুলিপি থেকে মুছে দিও হাজারটা ভুল,
আমার এই উচ্ছিষ্ট জীবনের অলংকার যে তুমি,
ভালোবাসি, সাথে হারানোর ভয় পাই যে বড়।।

-


22 MAR 2023 AT 15:23

তুমি বরং সম্পর্কের গভীরতা খুঁজো,
আমি আজ মুক্ত বিহঙ্গ হয়েই বাঁচি।।
~গৌতম চট্টোপাধ্যায়।

-


22 MAR 2023 AT 15:01

তুমি বরং সম্পর্কের গভীরতা খোঁজো,
আমি আজ মুক্ত বিহঙ্গ হয়েই খুশি।।

-


15 MAR 2023 AT 15:18

ঘুমিয়েও স্বপ্ন দেখি...
এক অচেনা বিভীষিকার হাত ধরে মিলিয়ে যাবো অন্ধকারে;
কেউ চিনবে না, কেউ ডাকবে না...
কাঁটাতার পেরিয়ে নিশ্চিন্তে এক রক্তাক্ত অভিসার।।
~গৌতম চট্টোপাধ্যায়।

-


8 NOV 2021 AT 22:59

হয়তো নববধূ রূপে আবার ভেসে উঠবে ছবি,
সিঁদুর মাখা দর্পণে ভরে উঠবে সিঁথি,
তোমার ঠোঁটে সেই চিরকাল স্মিত হাসি,
মুখ নামানো লাজুক চোখে অন্তহীন প্রেম।

আর আমি?
আমি তখন সেই মণ্ডপের এক কোণে,
হাতে তুলে নিয়েছি মুঠোফোন যত,
বলে উঠছি বারবার, "দিদি, একটু এদিকে"।
তারপর?
তারপর এক ছুটে প্রিয় মাংসের কাছে,
সযত্নে চটপট তুলে নেব প্লেট,
শেষে পান চিবোতে চিবোতে ট্যাক্সি ধরে বাড়ি।।

-


18 MAR 2020 AT 17:10

অত্যধিক অহংকারই আমাদের মৃত্যুর কারণ।

-


Seems Gautam Chattopadhyay has not written any more Quotes.

Explore More Writers