যে বুকে কান পাতলে শোনা যায় জাহাজের ডাক...
যে চোখে চোখ রাখলে ভেসে যায় সময়ের স্রোত;
যে আঙুলে আঙুল ছুঁয়ে কেটে গেছে বহুকাল...
নিজের অস্তিত্বে মিশিয়ে রেখেছি তোমায়,
তবুও ভালোবাসা ঠিক কি? আজও বুঝে ওঠা হলো না।
✍️গৌরব রায়।-
Gaurav Ray
(✍ গৌরব রায়।)
25 Followers · 10 Following
Joined 11 January 2020
27 MAR 2023 AT 13:36
27 AUG 2020 AT 13:34
মেঘেরা আজ হয়েছে বৃদ্ধ, আবেগ পারে না চাপতে;
বৃষ্টি দিয়ে করছে নালিশ, অজুহাতে প্রেম মাপতে।-