তোমার নামে বসন্ত খুঁজেছিলাম আজ
কিন্তু,চোখ বুজে দেখিয়েছ শুধু লাজ |
শেষে 'অপেক্ষা' নামের সকল অভিমান
বৃস্টি হয়ে জুড়িয়ে দিয়েছে আমার প্রাণ|
জলের প্রতিটি ফোটায় পেয়েছি তোমায়
সর্ব সুখ দিয়ে আলিঙ্গন করেছিলে আমায় |
ঊষ্ঞ ঠোটের মধ্যে দেখেছি লিপিস্টিকের ছাপ
তুমিই আজ ঠান্ডা করলে আমার শরীরের তাপ |
তুমি শুধু আমার, একথা আবার লিখেছি বুকে
নয়ন সম্মুখে যতদিন থাকবে,রাখব শান্তি সুখে|
____অকথিত শব্দেরা-
আজকের সারাটা দিন ছিল মেঘলা
রৌদ্রের দেখা ও পাইনি দুপুর বেলা ।
অন্তরটা জুড়ে বসিয়েছিলে শুধু তুমি
ভাবনায় কত যে স্বপ্ন এঁকেছি আমি ।
এমনিতেই তুমি পাশে থাকবে একদিন
একাকীত্ব বোধ করবনা আমি সেদিন ।
একসঙ্গে যে চায়ের কাপে চুমুক দেব
বুকের পাঁজরে তোমায় জড়িয়ে ধরব ।
এক দৃষ্টিতে দেখব এই মেঘলা আকাশ
মন জুড়ে বইবে প্রেমের বসন্ত বাতাস ।
ডায়েরির পাতায় কত কবিতা লেখা হবে
মুচকি হেসে তুমি সেগুলোর অর্থ খুঁজবে ।
কপালে আলতো ছোয়া দেব যখন
ঠোঁটে ঠোঁটে ঠোঁট লাগাবে তখন ।
গর্জন করে সেদিন বলবে আমায়
ভালোবাসি তোমায়,ভালোবাসি তোমায় ।-
তুমি আসলে শিশির ভেজা পাতা আর ঘুমাবেনা
তুমি আসলে ঘন কুয়াশার অভিমান থাকবেনা
তুমি আসলে এই ক্লান্ত শীতের রাত গরম খুঁজবেনা
তুমি আসলে ঠান্ডা আমায় স্পর্শ করতে পারবেনা
তুমি আসলে উষ্ণতার অভাব কখনো মনে হবেনা
তুমি আসলে ঠান্ডায় ঠোঁটজোড়া পাথর হবেনা
তুমি আসলে হাত পা রাতের পেটে সেধিয়ে যাবেনা
তুমি আসলে আর কাঠখোড়ার সন্ধানে যাবনা
তুমি আসলে এভাবে ঠান্ডা নিবারণ করতে হবেনা
তুমি আসলে 'সাজাল' সাজিয়ে আগুন তাপাতে হবেনা
আরেহ! এমন ভাবনার সাগরে সাঁতরাতে চাইনা
চলে এসো, তাড়াতাড়ি চলে এসো , উড়ে চলে এসো ।-
তোমার স্মরণে
_________________________________
'কভিড ১৯' বিশ্ব ত্রাসের এক ফন্দি
তাই,আত্মরক্ষায় চব্বিশ ঘণ্টা ঘরে বন্দী ।
প্রায় শত কিলোমিটার দূরে আছ তুমি
তবুও রোজ তোমার দেখা পাই আমি ।
আধুনিক পর্দায় তোমার ছবি ঝলকে ফুটে
নব্য ভালোবাসায় অন্তর আবার জেগে উঠে ।
অভ্যাসের পরিবর্তন আমায় হতাশ করে যখন
একটা টেক্সট বা কল নিঝুম করে দেয় তখন ।
কত জাদু সুপ্ত তোমার লালায়িত কথায়
এই আলাপন রোজ রঙিন ফুল ফুটায় ।
প্রতীক্ষায় শুধু, এ বাগানের মালি হবে কবে !
ক্ষীপ্রতা থাক , তুমিই আমারই হয়ে রবে ।
জানাতে চাই, এ ভালোবাসার নেই দিক দিগন্ত
নিরাশ আর হতাশায় ও আনন্দ দিবে অনন্ত ।
শেষ নয় কথা, আরও কিছু শুনাতে চাই
শুনো, দূরে আছ কিন্তু আন্তরিকতায় ফারাক নাই ।
মননে যদিও আসে, তোমার সাক্ষাৎ যে প্রয়োজন
না! সুস্থ্য হলে এ ধরা হবে চার চোখের মিলন ।
ঘরে থাকো, সুস্থ্য থাকো, নাও অসীম ভালোবাসা
শীঘ্রই রঙিন ভবে মিলব মোরা,আছে বুক ভরা আশা |
-
যখন দেখি সদ্য জন্ম নেয়া শিশু পাগলির কোলে
তখন পুরুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে-
দুঃখ গুলি পায় ব্যাথা
গেঁড় খুঁজে শুন্য কথা
প্রতি রাতের গভীরে
জন্মি তোমার শহরে
এ দিনের অপেক্ষায়
বদ্ধ হব প্রিয় খাচায়
উষ্ণ থাকবে বদন
উম নিব সারাক্ষণ ।।
-
অনেক পূর্বে নিজেকে পড়েছি
কল্পনায় 'আমি' প্রলুব্ধ করেছি
নিজের নিজেকে ভালোবেসেছি
'আমি' খুঁজি আত্মকেন্দ্রিক কথায়
যদি এ নিয়ে বহিঃ কেউ নাক গলায়
আজ খুব হাসি পায়, খুব হাসি পায় ।।-
আমি এক অভিমানী অশ্রু ভেজা চোখ দেখতে চাই । দেখতে চাই এক ইমটিভ অভিমানী অন্তর । কারণ, দক্ষীণা শীতল বাতাস আমায় জাগিয়ে দিল এই বলে ' গফ্ফার, কে যেন তোমার অপেক্ষা করছে' ।
#TumarKotha-
সেই মিস্টি 'ভয়েস'র' ঘ্রাণ
উছলে উঠে মম এই প্রাণ
ইচ্ছে করে,পালিয়ে যাই সেথায়
শুধু এই 'ভয়েস' বিরাজিত যেথায়
কিন্তু তখন মনে হয়
দেশের চেয়ে মামা বড়ো নয় |
#TumarKotha❣-
চাড্ডীরা চায় আপনার কন্ঠকে তীব্র বিতর্কে আনতে । চাড্ডীরা চায় ,আপনাকে কন্ঠবার্সিত করতে । চাড্ডীরা চায় , আপনার মুখকে নাপাকী করতে । চাড্ডীরা পরপরই উত্তেজনামুলক মন্তব্যে আপনাকে বদমেজাজী করতে চায় । চাড্ডীরা সমাজের শত্রু । অমানবিক নির্লজ্জতার উলঙ্গ রূপ হলো চাড্ডীদের বৈশিস্ট । এদের কথায় কান না পাতিয়ে স্ব অভিমুখি হওয়া উত্তম । এদের কথায় চিন্তা না করে এড়িয়ে চলাই সত্য পথ । এদের মন্তব্যে অংশীদার না হয়ে ঘ্রণ্যতা উপহার দেওয়া উত্তম ।
-