Deceitful games were perpetrated upon me.
It was all a lie, a fallacious jest that
left heartbroken and desolated aside.
To this iniquitous world,
nothing was uttered, nor justified.
-
বিস্ময় লাগে অবাক চিত্তে
নির্ভীক হওয়া আর সাজে না।
মানুষ এখনো মুখোশধারি
মিথ্যে বলে তবু বাজে না।
জীবন যখন অন্ধকারে থামে
তখনই মানুষ আর বাঁচে না।
-
এই নীরবতাটাই মাঝে থাক,
আগলে রাখার আভাস যোগায়,
দূরকে আরো কাছে টেনে নেয়,
বেশ আছি এই গভীরতায় ।-
বুকের পাঁজর মজেছে প্রেমে,
মনময় কেবল তার গন্ধ বিভোর
পাথর হৃদয় গলেছে শেষে
জীবনে এসেছে কিনা নতুন ভোর।
-
বিচ্ছেদে বাড়ছে নিঃশ্বাসের ওজন
অবাঞ্ছিত ভাবে নিজেকে নিজের মন
যন্ত্রণাই সঙ্গী তাই যান্ত্রিক জীবন
ক্লান্তিতে বিষাদে কাটে প্রতি ক্ষণ।
-
ফুরিয়ে যায় সময়
শেষ হয় যোগাযোগ,
অভিমান ঘর বাঁধে
হয় সম্পর্কের বিয়োগ।
-
বইলো তবে সময়, বছর দুই
স্মৃতির পাতায় ছেদ পড়লো কই?
খারাপ লাগার মাত্রা আজও প্রবল
ভেঙে পড়ার অনুমতিটা, নেই কেবল।
-
Don't be long, where you don't belong.
Wake up to reality.
Nothing ever goes as we planned.
Sometimes we need to learn to turn our tragedy into a comedy.
-
জীবনের মায়ায় থেকে যায় অবসাদ
চূড়ান্ত বিপর্যয় , অবশেষ শূণ্যতায় ।
-
Learn to differentiate between
Who is using you and Who is with you
to make your life a better one.
-