10 JAN 2019 AT 23:53

দিদির জন্মদিন


দেখ শহরে এসেছে সবে নতুন বছর,
দেখতে দেখতে কেটে গেল আরেকটা বছর।।
দেখতে দেখতে আবার সেই দিনটা এলো,
যে দিনটায় তুমি প্রথম দেখেছিলে আলো।।
এর মধ্যেই কেটেগেল বছর একত্রিশ-টা,
কাল তোমার পরবে বত্রিশে পা।।
মারপিট, ঝগড়াঝাটি যতই হোক অভিমান,
দিদি হয়ে ক্ষমা করো সব রাগ করো ম্লান।।
তোমার জন্মদিনে তোমার কাছে শুধু এটুকুই চাই,
সারা জীবন পাশে থেকো ভুলনা আমি তোমারই ছোট্ট ভাই।।
জন্মদিনে ভগবান যেন পূর্ণ করেন তোমার সকল আশা,
তোমার ভাইয়ের তরফ থেকে রইল এই ছোট্ট একটা কবিতা, শুভেচ্ছা আর অনেকটা ভালোবাসা।।
শুভ জন্মদিন।।।

- SubHam