ER. Subham Chakrabarty   (SubHam)
113 Followers · 111 Following

read more
Joined 15 June 2017


read more
Joined 15 June 2017
27 JAN AT 3:28

Ek baat hoto tak hain jo aayi nehi,
Baas ankho se hain jhakti..
Tumse kabhi, mujhse kabhi
Kuch luvs hain jo mangti..
Jinko pehenke hoto tak aajaye wo,
Aaoyaz ki banho me bahe daalke etlaye wo,
Lekin jo eeye baat hain, aahesas hi ahesas hain..khusbu se hain jeysi haoya me teeherti,
Khusbu jo eeye aobaz hain..
Jiska paata tumko bhi hain, jiski khabar mujhko bhi hain..
Duniya se bhi chupta nehi, yejane keysa raaz hain..!

-


15 MAR 2024 AT 7:45

চলো তবে আকাশ হই,
মেঘের সাথে লুকোচুরি খেলব।
চলো তবে সমুদ্র হই,
ঢেউ-য়ে ঢেউ-য়ে কথা বলব।
চলো তবে বর্ন হই,
শব্দ দিয়ে কবিতা লিখবো।
চলো তবে ভোর হই,
দিনের আলোয় রাত্রি ঢাকবো।
চলো তবে পাহাড় হই,
বরফ জলে নদী বানাবো।
চলো তবে মেঘ হই,
বৃষ্টি হয়ে তোমায় ছোব।।

-


28 FEB 2024 AT 15:04

কখনো যদি আমি হারিয়ে যাই,
আমাকে চাওয়ার আশা বাতাসে মিলিয়ে দিও।
হয়তো পাবে আমাকে সেখানে,
স্মৃতির সাথে কোনো লেনদেন হয় না যেখানে ।।
কখনো যদি তুমি খোঁজ আমায়
উড়-চিঠি ভাসিয়ে দিও বাতাসে,
বৃষ্টি হয়ে পড়বো আমি মেঘের বুক চিরে ।।

-


27 FEB 2024 AT 22:53

এক আকাশ শূন্যতার মাঝে,
তুমি এক খোসে যাওয়া তারা।।
হাজার মানুষের নামের ভিড়ে,
তবু তোমার নামটাই খোঁজা।।
হাজার জেগে থাকা তারার মাঝে,
তুমি সেই নিভন্ত এক তারা।।

-


27 FEB 2024 AT 16:30

হও যদি তুমি ঐ নীল আকাশ
আমি হবো মেঘ ঐ আকাশের ।
হও যদি তুমি অথই সাগর
আমি হবো ঢেউ ঐ সাগরের।।
হও যদি তুমি অরণ্য ।
আমি হবো সবুজ ঐ অরণ্যের।।
হও যদি তুমি ঐ দুর্গম হিমালয়।
আমি হবো তুষার ঐ হিমালয়ের।

-


31 DEC 2023 AT 23:32

অনেক কথাই হয়নি বলা
হলনা একই পথে চলা।।
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকব আমি রেখো হৃদয়ে ।।

-


29 NOV 2023 AT 13:59

নিত্যদিন ভাঙছি গড়ছি,
খোঁজ নিচ্ছে ক'জন !
বুকের ভিতর অজস্র স্মৃতি,
অসহ্য ওজন।

-


13 AUG 2023 AT 12:20

আজ একটু বৃষ্টি হোক,
সূর্য ঢাকুক মেঘে..
আজ একটু বৃষ্টি হোক,
শহর ভিজুক জলে..
হঠাৎ আসুক দমকা হাওয়া,
বাতাস লাগুক প্রাণে..
আজ একটু বৃষ্টি হোক,
মানুষ ভিজুক জলে।।

-


22 SEP 2022 AT 10:03

যদি কখনও আবার হয় দেখা,
যদি পথ দুটো না হয় একা,
তবে রোজ রাতে আমি তারা হয়ে
জ্বলবো তোমার আকাশে।

-


12 MAY 2021 AT 23:33

আজও খালি ফুটপাথ
তোমার হাতেই আমার হাত,
সাদা-কালো ঐ পথের বাঁক
ঘরে ফেরা নিয়ে আমার হাত,
ঘরে ফেরা নিয়ে শূন্য হাত।।

আজও খালি ঐ আমার মন
ঘর বন্দি এই আমি এখন
স্মৃতির জোয়ার নিয়ে সারাক্ষন
হচ্ছে শুধুই স্মৃতিচারণ।
হচ্ছে শুধুই স্মৃতিচারণ।।

-


Fetching ER. Subham Chakrabarty Quotes