বছর ১০ পর...

কলেজ এর গেটে ফিরে এসেছি আরো একবার, ভোল টা সেই একই আছে, শুধু দেওয়ালে নতুন রঙ আর বুড়িয়ে যাওয়া আম গাছগুলো. এগিয়ে গেলাম, কমনরুম টা পার করে, ওয়ার্কশপ টা বা দিকে রেখে, শুকিয়ে যাওয়া পুকুরটাকে পাশে রেখে ডান দিকে ঘুরতেই চোখে পরল পুরনো সেই পেয়ারা গাছটা, গায়ের রং টা একটু ফিকে আর পাতাগুলো একটু বেশি ছোটো হয়ে গেছে.

৫ম সেমেষ্টার এর আগে ভাইভা—র দিন গাছে উঠে পেয়ারা খাওয়ার কথা মনে পড়ে গেল, মনে হল প্রতিবারের মত এবারও কোন না কোন পাতার আড়ালে উপহার লুকিয়ে আছে, ইচ্ছে করছিল আরো একবার চড়ে দেখি. মনের ভিতর লুকোনো শৈশব—ও তাই চাইছিল.

পারিনি, আমি পারিনি, কারন স্যুট, টাই এর মুখোশের আড়ালে আমি আজ প্রাক্তন......

- Idiotic✍🏽