❤️"বন্ধু"❤️
শব্দ যে অত্যন্ত ক্ষুদ্র,
তবে এর অর্থ বিস্তর।।
সহজে পাওয়া ভার,
অন্তরেই করে স্থান খুব সত্বর।।
সময়ের গন্ডি জুড়ে আলাপ
মজা,হাসি,কান্নায় মাতে প্রতি ধাপ....
স্কুল/কলেজ ছুট হয়েও অদ্ভূত টান
প্রায় ফেরাবে পূর্বের মিলিত গান....
হয়তো কখনও হবে নিখোঁজ
ব্যস্ততার ভীড়ে।।
চোখ ফিরিয়ে সম্মুখীন,নিয়ে বিষাদের বোঝ
অপ্রকাশ্যই রবে স্তব্ধতা ঘিরে।।
হঠাৎ বলবে হেসে,
কেমন আছিস বল....?
কিন্তু মন বলবে যায়নি ভেসে,
ভুলে গেছিস বল....?
আজও গচ্ছিত তোর দেওয়া উপহার,
নতুনত্ব ভালোবাসায় ফেলেনি প্রহার....
অপনীত হয়নি সকল স্মৃতি,
পুনরায় ঘটবে দেখা ভুলে জীবন নীতি....
- দমকা হাওয়া 🍁
4 AUG 2019 AT 16:02