তোমাকে ছাড়া সারাটা জীবন আমার দীর্ঘনিশ্বাস ছেড়েই কেটে যাবে।
-
আমি লিখতে পারি না, শুধু মনের কথাগুলো ... read more
তোমার নামে
আকাশের ওই নীল দিগন্তের পারে,
একলা হয়ে বসে আছি আলো - অন্ধকারে।
কোনো আশা কোনো অভিমান নেই জীবনের কাছে..
যতটুকু পাওয়া ছিল না পাওয়ায় মিলে - মিশে আছে।
জীবনের অতি ক্ষীণ সময় তুমি আমার সঙ্গে আছো...
যতটুকু সময় আছো সর্বত্র উজার করে দিয়ে চলেছো।
না, কোনো রাগ কিংবা অভিমান নেই।
শুধুমাত্র যা আছে তা হলো,
তোমার কাছে সারাজীবন থাকার ইচ্ছে আর
অন্ততকাল ভালোবাসার লোভটা।
বড্ড মায়াময় তুমি...
তোমার শরীরের মাদকতায় ঘ্রান
যেন এক অন্য জগতে প্রবেশ করায় শহরতলীর এই
অসহ্য যন্ত্রনাকে ধুয়ে মুছে ম্লান করে দেয়
এক মুহুর্তের মধ্যে।
জীবনের যা কিছু ক্ষতি, শুন্যতা, ভয়,
মাঝে মাঝে সময়ের সাথে তা ফেলে যেতে হয়।-
যতই আসুক মাঝ বরাবর ঘৃণ্য - অভিমান,
তোমায় ছাড়া জীবন ভাবা মৃত্যুর সমান।
-
ভাঙলে পরে তোমার বুকেই তুফান খুঁজি আমি।
আমার যত ভাবনা সেসব তুমি কেন্দ্র গামী।।
-
অপ্রকাশ্য সকল কথাই ছন্দে বাধা গীত,
তোমার জন্য ছুটছি কেবল স্রোতের বিপরীত।
-
বুকের মাঝে জড়িয়ে ধরবে যেই
আলতো ঠোঁটে রাঙিয়ে দেবে গাল,
অভিমান সব গলে যাবে নিমিষেই
এভাবেই চলতে থাকুক আমাদের দিনকাল।
-
তোমার নামেই একলা আকাশ, মন খারাপীর দেশ
জড়িয়ে নিলেই সব অভিযোগ, এক নিমিষেই শেষ !!
-
কমে যাক শত টান ...
তোমার পাওয়ার আশায় আমি,
হারিয়ে ছিলাম মান ....
-
লোকে বলে বলুক মন্দ, কি আসে যায় তাতে
আমার যত রাগ - অভিমান, নিজের লোকের সাথে !-