Disha Halder   (Disha Halder)
4 Followers · 4 Following

Content Writer✍🏻
As a Psychology Student 🧠👩‍🎓📚🔖
Joined 26 June 2021


Content Writer✍🏻
As a Psychology Student 🧠👩‍🎓📚🔖
Joined 26 June 2021
9 SEP AT 12:30

𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐲 𝐬𝐚𝐲𝐬:~
‘𝐃𝐨𝐧'𝐭 𝐭𝐚𝐤𝐞 𝐞𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐥𝐲.
𝐍𝐨𝐭 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐭𝐡𝐢𝐧𝐤𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐲𝐨𝐮,
𝐚𝐬 𝐦𝐮𝐜𝐡 𝐚𝐬 𝐲𝐨𝐮 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟 𝐝𝐨.’

-


24 AUG 2021 AT 14:40

কলকাতা তুমি তিলোত্তমা,
নস্টালজিয়া কলকাতা, যেথায় আছে
আধুনিক-বনেদিয়ানার সমৃদ্ধির সম্পদ...

-


11 AUG 2021 AT 7:43

সীমা-অসীমের মধ্যে কোনও শূণ্য নেই...

-


1 AUG 2021 AT 13:42

রবি ঠাকুর বলে গিয়েছেন;
“ সীমার মাঝে অসীম তুমি
বাজাও আপন সুর...”

আজ বাঙালি-আনার পঞ্চম জন্মবার্ষিকী উৎযাপন। বাঙালি-আনা পেজের এক কনটেন্ট লেখিকা হয়ে আমি গর্বিতা এবং তার সাথে‌ সৌভাগ্যবতীও। আপামর বাঙালির হৃদয়ের ভবনে বাঙালি-আনা পেজ থাকুক চিরস্থায়ী। তোমার আঁচলে আমাদের মতো লেখক-লেখিকা, গল্প পাঠক-পাঠিকা, অ্যাডমিন প্রমুখদেরকে জড়িয়ে রেখো। বাঙালি-আনা তুমি এগিয়ে যাও প্রগতির দিশায়...

-


22 JUL 2021 AT 15:51

মা অভয়া

-


16 JUL 2021 AT 11:27

“দাবার ঘুঁটির শহরে
ছিলে তুমি একা...”

-


14 JUL 2021 AT 21:38

বঙ্গবাসী

-


11 JUL 2021 AT 7:31

“কিছু স্বপ্ন থেকে যায়,
অতীতের পৃষ্ঠায়...”

-


8 JUL 2021 AT 0:53

-:মহারাজ সৌরভ গাঙ্গুলির শুভ জন্মদিন:-

কলকাতার বেহালাতে সেই অল্পবয়সের ছেলেটি হাতে ক্রিকেটের ব্যাট-বল নিয়ে খেলার মাঠে নেমে পড়ে তারপর একের পর এক দুর্দান্ত ছক্কার ঝড় তুলে দিয়েছিলেন, তিনি আর কেউ নন ভারতের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি। অসাধারণ সেই ছক্কা দিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে লডসের ব্যালকনিতে জামা উড়িয়ে দেখিয়ে দিয়েছিলেন তাঁর চ্যালেঞ্জ। সমস্ত ক্রিকেট প্রেমী এবং মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছিলেন। এক কথায়, সৌরভ গাঙ্গুলি আদর্শ, প্রতিচ্ছবি এবং কোহিনুর। তাই আজ তাঁর ৪৯ তম জন্মদিনে শুভেচ্ছা,
‘মহারাজা তোমারে সেলাম’...


✍🏻 দিশা হালদার

-


6 JUL 2021 AT 12:58

বৃষ্টি তুমি স্নিগ্ধ
ম্লান করো এই বসুন্ধরাকে
বৃষ্টি তুমি শান্ত
টুপটাপ বিন্দু রাশি রাশি
বৃষ্টি তুমি মুক্ত
শহরকে করো স্বচ্ছ...

-


Fetching Disha Halder Quotes