" সমাপ্তি"
--------------
নিভৃত ভুবনে আঁধারি গগনে,,
পরশ প্রিয়ার ছোঁয়ার কাননে,,
বসিছে সেথায় প্রিয়তমা তার,,
প্রগাঢ় নয়নে জোৎস্না বাহার,,
গভীর বনের সরল লাইনে,,
জোনাকি সেথায় টিমটিমায়,
হেথায় তার পুঞ্জিত প্রেম লভে -
রওনা তাই দীর্ঘ আসার সমাপ্তিতে,,
__________
দীপশিখা,,-
হাওয়ায় ভরা শুকনো মেঘে
বৃষ্টি থামে আচমকা,,
তোমার আসার আভাস পেয়ে
ঝড়ো বাতাস স্তম্ভাকার,,
ইতস্তত মেঘগুলো যে
এদিক-ওদিক কম্পমান,,
ঠান্ডা বাতাস সরসরিয়ে
তোমার দিকে ভ্রাম্যমান,,
অচেনা পথ চেনা হলো
তোমায় পাওয়ার রহস্যতে,,
ভ্রমরা গুলোও শুভেচ্ছা দেয়
মধুর সুরে গুনগুনিয়ে,,
দুঃখ গুলো সরিয়ে আজ
শান্তি পেয়েছি আপন প্রাণে,,
সুখের ডাকে সাড়া পেয়ে মেঘ -
করেছে 'মেঘের বাড়ি তোমার নামে ' ,,
-- দীপশিখা,,
-
থমথমে এই শহরটা যে চাইছে মুক্তি পন
পাবে মুক্তি ঠিক জানি তোমার আমার জীবন ।।-
Collage student,-- H.S students ke to full marks de diye,
"Hum college students ko vi full marks de na hoge"...
Ey sunkor teachers 👎👇👇-
हजार लड़ाई के बाद भी वो
फिर लौटकर आति है,,,,
हां वो प्यार करती है,,,,-
আমার চোখের মধ্যিখানে,
নয়ন মাঝির অন্তঃপুরে,,,
তোমার দেখা স্বপ্ন গুলো
আজও পাখনা মেলে,,,,
হারিয়ে যাওয়া হৃৎস্পন্দন
আর আমার ভাষার ভেলা,
তাই তোমার মুখে ফোটে,,,,-