Dipika Mohunbagani Mazumdar  
73 Followers · 9 Following

Joined 25 June 2017


Joined 25 June 2017
31 OCT 2023 AT 22:44

ভিতর ভিতর ভাঙ্গছি আমি, পুড়ছি আমি রোজ;
কতটুকু আর রয়েছে বাকী, রেখেছো তার খোঁজ??

-


4 JUL 2017 AT 23:56

I wish I could die

-


22 FEB 2021 AT 0:10

চলে যাবি সেটা বললেই পারতিস
এমন হঠাৎ করে না বলেই গেলি কেন?
হঠাৎ করে বুকের ভেতর ঝড় তুলেই বা গেলি কেন?
হঠাৎ করে না বলেই বা গেলি কেন?
কে সামলাবে এবার তোকে?
তোর অগোছালো স্বভাব কে সহ্য করবে?
মনখারাপে কে-ই বা মাথার চুল ঘেঁটে দিয়ে -
বলবে, "সব ঠিক হয়ে যাবে, ভাবিস না!!"
আমাকেই বা কে ভর বৃষ্টির মধ্যে টানতে টানতে
ভিজতে নিয়ে যাবে?
কে শুনবে আমার ব্যর্থতার গল্প?
বলে গেলেই পারতিস,
জোর করে আটকাতাম কী?
বলতাম না হয়তো কিছুই!! হয়তোবা বলতাম!!
তবে এভাবে সম্পর্কের মাঝবেলাতে না গেলেই পারতিস!!
সূর্য্যাস্তটুকু না হয় হতে দিতিস!!
এভাবে না বলে না গেলেই পারতিস!!
না গেলেই............

-


21 JAN 2021 AT 0:49

আমি মিথ্যে হাসি হেসে দিয়ে বলব ভালো আছি,
আমি আলতো হাসি দিয়ে বুঝিয়ে দেব ভালোবাসি।।

-


2 SEP 2020 AT 1:49

সময় ঠিকই বয়ে চলে,
ভুলিয়ে দেয় গভীর ক্ষত,
আমরা সবাই ভালো থাকি
যে যার নিজের মতো।।

-


7 AUG 2020 AT 12:08

সেই মেয়েটা একলা ভীষণ
সেই মেয়েটার একলা মন,
হঠাৎ আসা বৃষ্টি-ফোঁটায়
মন হয়েছে উচাটন।।

সেই মেয়েটার আবছা চোখ
বুজে আসা গলার স্বর,
সেই মেয়েটার সবটা জুড়ে
আজও শুধু তোমার ঘর।।

-


6 JUN 2020 AT 1:45

তোমার জন্য দুঃখ মাঝেও মিথ্যে হাসি মুখ,
তোমার জন্য সব হারিয়েও সবটা পাওয়ার সুখ।।

-


6 JAN 2020 AT 20:52

থাকবেনা জেনেও তাকে আটকে রাখার বাহানা,
ভিতর ভিতর ভাঙ্গার খবর কেউ কিন্তু রাখে না।।

-


19 NOV 2019 AT 23:50

ভীষণ খরার দিনগুলোতে আগলে রাখবে প্রিয়?
দু এক পশলা বৃষ্টি হলেও আমায় সঙ্গে নিও?

-


17 NOV 2019 AT 23:33

যত্ন করে আগলে তুমি রেখো হৃদয় ভাঁজে,
কত সম্পর্ক তলিয়ে যায়,ভাঙা গড়ার মাঝে।।

-


Fetching Dipika Mohunbagani Mazumdar Quotes