dipayan dipayan bhattacharyya bhattacharyya  
11 Followers · 2 Following

Joined 29 April 2018


Joined 29 April 2018

" I SUPPOSE THE FIRST DEMAND OF AN AVERAGE THEATRICAL AUDIENCE TO IT'S AUTHOR WILL ALWAYS BE THE SAME AS THE CHILD'S --------
TELL ME A STORY. "

---- HENRY ARTHUR JOANS

-



গোবরডাঙায়

ইন্দ্রায়ুধ

-



রাজবংশী লোকরীতি অনুসরণে থিয়েটার

-



উল্টে দেখুন
পাল্টে যাবে না ----

-



ইন্দ্রায়ুধ-এর
বর্ষবরণ ও সফদার স্মরণ অনুষ্ঠানে

-



আজ বিশ্ব নাট্য দিবস ।

সূচনাপর্ব থেকেই নাটক মানুষের কথা বলেছে । বলেছে মানুষের জীবনযন্ত্রণার কথা, তাদের সমস্যা ও সম্ভাবনার কথা, লড়াইয়ের কথা, বিজয়ের কথা ।

তবেই তো নাটক ।

মানুষকে ভুলে যখন যে সরকারে থাকবে তার দরজায় ভিক্ষাপাত্র নিয়ে হাজির হওয়া, নির্বিকারভাবে বড়লোকদের মনোরঞ্জনের কাজ করে চলা নাট্যকর্মীদের কাজ নয় ।

এটুকু মনে রেখে কাজ করলেই
আমাদের নাট্যকর্মী পরিচয়
উজ্জ্বল হবে ।

-



অর্থ জানো

-



শব্দ নিয়ে

-



"কতটা নাটক শিখেছি"-র আগের প্রশ্ন -
কতটা যত্নে মহড়া দিয়েছি ?

"কতটা লেখক হয়েছি"-র আগের প্রশ্ন -
কত পৃষ্ঠায় খসড়া লিখেছি ?

সবকিছুতেই রয়েছে কতটা
পড়েছি এবং জেনেছি ।

পরিমাণগত পরিবর্তন থেকেই
গুণগত পরিবর্তন আসে ।
তার বাইরে যেটুকু হয়
তা নিছক অ্যাক্সিডেন্ট ।

-



জীবন-জীবিকার কোনো সমস্যা
যদি না থাকে
মানুষ ধর্মঘট করবে কেন ?

আর

জীবন-জীবিকার তীব্র সমস্যায়
জর্জরিত মানুষ
ধর্মঘট করবে না-ই বা কেন ?

-


Fetching dipayan dipayan bhattacharyya bhattacharyya Quotes