"বেকার কবিতা"
~~~~~~~~~~~
মোড়ের মাথায় একটা ঝালমুড়ি সন্ধ্যা,
হাত ছোঁয়া দূরত্বে টিনের জানালা একরত্তি,
দেওয়ালে এলিয়ে রাখা কার্নিশে মেঘের ঘাম
ভাঁড়ে চা, ধোঁয়া ধোঁয়া সিগারেট স্বস্তি।
জ্বলে-নেভে স্বাধীনতায় পুরানো ডুম,
গুঁড়ো গুঁড়ো শিরিষ পালিশে বদলায় গুঁড়ো গুঁড়ো রঙিল ঘুম।
হাওয়া তাজা মুখরোচক এখনের বাস্তবতায়,
হাসাহাসিই সহায়ক কেরিয়ার নাই!
তবু শখের গর্জনে গর্জনে কবিতার বইখানি,
গোল গোল চশমার মলাটে ধুত্তেরি রব লেগে থাকে
তা আমি বেশ ভালোই জানি।- ✍মনবাউল...
14 MAY 2019 AT 9:17