মানুষ কখন মারা যায় জানো?
যখন পৃথিবীর আর তাকে কোনো প্রয়োজন থাকে না।
অথবা তার আর পৃথিবীকে কোনো প্রয়োজন থাকে না।
আবার হয়তো,
যখন প্রিয়জনের সাথে তার যোগাযোগহীনত্ব তৈরী হয়...-
Dipanwita Mouli
(ℳℴ𝓊𝓁𝒾)
27 Followers · 4 Following
Love to write... 😁❤
Joined 31 December 2017
3 APR 2022 AT 19:31
5 JAN 2022 AT 19:46
মানুষ এগোতে চাইবে, বাঁচতে চাইবে।
তাঁর শক্তির দরকার।
এমন জ্ঞান অর্জন করা দরকার
যে জ্ঞান এর সাহায্যে
সে একদিন সংগ্রামী হয়,
নিজেকে পাল্টায়।
আর সে নিজেকে পাল্টাতে পারলে
দুনিয়াকেও পাল্টাতে পারবে...-
11 NOV 2020 AT 14:28
Education is the
most powerful weapon
which you can use
to change the world...-
1 OCT 2020 AT 22:05
Life And Time Are
The World Best Teachers Us
The Use Of Time And Time
Teachers Us The Value Of Life.-