বাঁচতে গেলে টাকা চাই।
টাকা ছাড়া কথা নাই,
টাকা ছাড়া মন নাই,
ভালোবাসা নাই, বন্ধুত্ব নাই....
টাকা ছাড়া কোন সম্পর্কই নাই।
বাঁচতে গেলে টাকা চাই...
সততা আছে!!
(হে হে..) সততা??
সততা কি হবে মশাই?
মিথ্যে বলার দক্ষতা চাই।
সততার দাম আজকাল আর নাই।
ফ্রী তে আঘাত ছাড়া কিছু মেলে না ভাই।
টাকা ছাড়া জল ও মেলে না ভাই।
বাঁচতে হলে টাকা চাই!
মরার পরে দাহ করতে টাকা চাই,
এ জগতে টাকা ছাড়া বাঁচার পথ যে নাই,
টাকা চাই, টাকা চাই, টাকা চাই।।
©️ মাম্পা
-
জীবন চলে যাচ্ছে...
আমাদের মনের সব অনুভূতি গুলো কে কখনোই সম্পূর্ণ রূপ... read more
মিথ্যে এ জীবনযাপন, মিথ্যে পথ চলা,
মাঝ পথে কেউ হাত ছেড়ে দ্যায়, কেউ ছেড়ে যায় এ ধরা।।-
এ চিঠি পৌঁছবে না,
পড়ে রবে খাম খানি..
ঠিকানা হয়ছে নিরুদ্দেশ,
কোথা আর যাবে - চিঠি যে বেনামী!
যবে থেকে দিয়েছ তুমি আমায় ফাঁকি,
তবে থেকেই এই শব্দরা থাকে শুধু একাকী।।
এলোমেলো শব্দরা হয়ে ওঠে লেখা,
তা শুধু থেকে যায় নোটবুকের পাতায়।
এ চিঠি পৌঁছবে না!!
বলো.......
যাবে তা কোথা???
ঠিকানা টা জানা নেই,
তুমি থাকো যেথা..।।
-
সিঁদুর দানের সাথে; জুড়েছ যে সম্পর্ক,
তাই প্রতি রাতেই; হয়েছ শরীরের সাথে ঘনিষ্ঠ,
কখনো মনের মতে, কখনও বা অমতে,
নির্জন রাতে চলে ঘর্ষণ...
সিঁদুর দান করলে যাকে; তার সাথে অধিকার
ফলিয়ে করলে তুমি ধর্ষণ...????
-
যারা একলা করে ফেলে যায়,
রেখে যায় স্মৃতি।
তারা দীর্ঘশ্বাসে থেকে যায়, এমন ই বিচ্ছেদের রীতি।।-
অনুভূতি, বাক্য দিয়ে সাজিয়ে দেব..
ভালোবেসে, বাঁচিয়ে নেব,
চুপটি করে পড়ে নিয়ে, মুচকি হাসি হেসে দিও...
চিঠি লিখে জানিয়ে দিও ক্যামন আছে মনের খবর?
বুকের মাঝের ধুকপুকানি, আজও কি হয় আমার জন্য?
ক্যামন করে দিন কাটে?
নাকি মুখ লুকিয়ে বলিশ ভেজে??
শব্দের পর শব্দ সাজিয়ে জানিয়ে দিও;
হলুদ রঙের খামে করে ডাক বাক্সে পাঠিয়ে দিও..
কষ্ট চেপে বুকের মাঝে,
অভিমান সব পাহাড় সমান;
তবু, ©️ মাম্পা
অনুভূতি সব বাক্য দিয়ে সাজিয়ে দেব মনের জবান,
আগলে ধরে, ভালোবেসে, বাঁচিয়ে নেব ভালোবাসার সম্মান,
চুপটি করে পড়ে নিয়ে, মুচকি হাসি হেসে দিও..!
চিঠি লিখে জানিয়ে দিও, ক্যামন আছো?? ক্যামন আছে তোমার ভিতর ঘর!!
চিঠিতেই জানান দিও
সব অনুভূতি প্রকাশ করে
লিখে দিও মনের খবর।।
-
তুমি যখন খুব অসহায়,
দিন শেষে,ফেলছ দীর্ঘশ্বাসের হায়,
চারিদিকে তাকিয়ে দ্যাখো,
কোনো মানুষ পাশে এসে দাঁড়ায় নি,
হয়নি কেউ তোমার সহায়।।
তুমি হাত বাড়িয়ে খুঁজে যাও, ©️ মাম্পা
বন্ধু একটু তোমরা দাঁড়াও,
কোথাও কেউ নেই
তুমি একলা দাঁড়িয়ে নিরালায়,
মনে রেখো অসহায়তার দিনে
কেউ পাশে কখনো না দাঁড়ায়।।
-
যে তোমায় আগলে ধরে বাঁচুক,
ভালোবাসায় লেপ্টে রাখুক।
জাপটে ধরে খুব গোপনে,
তোমার বুকে মাথা রাখুক।
আমার বলতে তুমি ই ছিলে,
দস্যিপনার মাঝে ও আমায়
শান্ত করে নিয়েছিলে,
উড়ন চণ্ডী বদমেজাজী
স্বভাবটা কে কমিয়েছিলে।
অনুভূতি জমিয়ে বুকে,
ভালোবাসায় বাঁধ ছিলে।
হঠাৎ করে কোন এক ঝোড়ো হাওয়া
এসে সব তছনছ করে দিল,
এক ঝটকায় ভেঙে সব চুরমার হয়ে গ্যালো।
বদমেজাজী আমি আরো হয়েছি বদমেজাজী,
স্বপ্নে আজ ও মাঝে মাঝে হাতরে তোমায় খুঁজি।
শুনেছি, হারিয়ে গিয়ে আছো ভালো,
তাকেও রেখো ভালো।
যদি কখনও দুঃখ আসে,
আমায় মনে কোরো।।
-
একটা জিনিষ গড়তে পারো না, ভেঙেচুরে করছ তোমরা উল্লাস!
এই না হলে মানবতা, সাবাস! সাবাস!-