Gives enormous opportunity
To
Renew ourselves-
Having enormous opportunity to visualise & realise many contemplative anxieties ...
In the same life there are visions of many more lives ..!-
জীবন্ত থাকতে যে মাধ্যম অনিবার্য,
তিলে তিলে নিজ অন্তর ক্ষয় করে
টিকিয়ে রাখে এক অবুঝ মন তাদের প্রতিটি'কে !
প্রতি মুহূর্তে বাঁচে সেই মন,
সেইসব স্মৃতির অমূল্য হয়ে ওঠার প্রতিটি ক্ষণ !
তাই তো সেই আবেগ, অনুভূতি, আদুরে ছোঁয়ার এক একটি স্পর্শ,
বেঁচে থাকে আজীবন, এক পাগল মনের মণিকোঠায়,
হয়ে কখনও বিষাদ, কখনও বা হর্ষ...-
মেঘের আড়ালে সূর্যের মত ?
একি তোমার প্রশান্তির খোঁজ,
একঘেঁয়েমি কাটাবার কোনো ছল?
নাকি নিতে চাও পরীক্ষা, এও এক কৌশল !
ধূসর গুমোট অন্ধকারে, একলা আমি,
হারিয়ে যাই, নাকি টিকে থাকি !
আলোকিত উদ্দীপনার ছোঁয়া যে দিয়েছিলে,
ভরসা তাতে রাখতে পারি, ভেবে নিজের সম্বল ...
-
Floating in the river
Which is equal to life...
This boat can protect you
from the abyss
if you have faith and trust,
Again, it can end up drowning
in the touch of betrayal-
মেঘের মাঝে হিমের পরশ...
আলতো যেমন আদুরে প্রশান্তির আবেশ মনে,
উজ্জ্বলতায় চোখ ধাঁধানো আলোকঝর্ণা পার করে,
মিঠে পবন দোলায় মন কেমনের বাউল গানের শ্রুতি...
দিগন্তের ব্যস্ত কোলাহলের হাঁফ ধরানো দৌড় শেষে
কাহিল প্রাণের নিজ আঙিনায় ফেরার মোচনা !!-