Dipankar Paul   (দীপঙ্কর)
64 Followers · 44 Following

Joined 28 July 2017


Joined 28 July 2017
17 NOV 2019 AT 9:12

কুৎসার অন্ধকারে ঢেকে গেছে সততা।

-


17 NOV 2019 AT 8:57

অভিজ্ঞতা-র অসম্পূর্ণতা গ্রাস করেছে খামখেয়ালি ভালোবাসাকে। চোখ থেকে এখনও অশ্রু ঝরে, কিন্তু পেছন ঘুরে দেখি অশ্রু-পাহাড় স্তম্ভাকারে দাঁড়িয়ে।
.....অশ্রু তো তরল!! পাহাড় কেন হতে যাবে?? কল্পনার অতীত মনে করিয়ে দেয় অতীতের অশ্রু জমে জমে পাহাড় হয়ে গেছে।
।।।।। মনের হৃদযন্ত্রটা অনেক পরিনতি লাভ করেছে, তাই অন্ধবিশ্বাসকে দূরে ঠেলে গুরুত্ব দিয়েছে বাস্তবতাকে। বাস্তবের নানান ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় ভবিষ্যতের উজ্জ্বলতা। সেই উজ্জ্বলতার ঘনত্ব কতটা থাকবে তা নিমিত্ত কিছু সময়ের অপেক্ষা।।।।।

-


16 FEB 2019 AT 13:58

আমরা আজ বিপর্যয়ে,
রক্ত হলো নেশার খেলা;
....."৪২" এর প্রাণ গেলো,
কফিন বন্দী শুধু শবে-র মেলা।
আমরা আজ যুদ্ধ চাই,
কুৎসার দেশ পাকিস্তান।
পুলওয়ামা-র বদলা নিতে
সব শেষ হবে জঙ্গি আর মুসলমান।।

-


3 DEC 2018 AT 22:09

আমি না হয় উপন্যাস,
আগ্ৰহী না তেমন কেউ;
সবাই তো কমিক্স পড়ে,
বুঝলো না আমার মর্ম কেউ।‌।

-


5 AUG 2018 AT 20:28

কিছু কালো মেঘের বর্বর-এ আকাশের নীলাভটা কমেছে।
সূর্যোদয় তো অনেকদিন হয়নি, তাই সবটাই সূর্যাস্তে ঠেকেছে।।

-


3 AUG 2018 AT 12:13

জীবনের সব জ্বালা জুড়াবো আমি, মনের আজ অন্তিম ব্যথা।
রক্ত তো অনবরত ঝরে, হৃদয়ে তাই আলপিন গাঁথা।।

-


10 JUN 2018 AT 8:01

রাতের অন্ধকার ঘোচেনি তখনো,
প্রাণ পাখি উড়ে গেছে, ফেলে গেছে শব।
ভোরের আগমনে চারিদিক নিস্তব্ধ।
হঠাৎ-ই কানে আসে-"বল হরি হরি বল রব"।।

-


28 MAY 2018 AT 9:05

আজ শুধু নরম হাতের কারুকার্যে মুগ্ধ হয়েছে সমাজ।
মোর শক্ত আর কঠিন-র দরুন পাশে কেউ নাই আজ।।

-


20 MAY 2018 AT 18:25

তুই আজ অজস্র জনের মাঝে,
চিরকাল ছিলাম আমি একা।
অনেকদিন ফিরে তাকানো হয়নি,
মরচে ধরেছে, পড়ে গেছি ঢাকা।।

-


16 MAY 2018 AT 21:48

আজ আবার মেঘ করুক কাঁদো কাঁদো মুখে বৃষ্টি হোক।।
ঝরে যাবে সব দুঃখ,
আবার নতুন করে সৃষ্টি হোক।।

-


Fetching Dipankar Paul Quotes