বুঝতে পারাটা খুব সোজা,
বুঝানোটা খুবই কঠিন।
বিশ্বাসটা শুল্ক,
যেখানে সম্পর্কটা সন্দেহের অধীন।-
◆এসো করে খাই
◆মনকে বুঝানোর মানুষ নিজেই
◆চোখের সামনে যা ... read more
সেকি জানে তাকে কতটা মিস করা হয়
উত্তরটা জানো কি?
না!
হু! এটা কারোর জানারই কথা নয় ।
কেন!?
দেখ! তুমি তোমার মধ্যে কি ভাবছ তাকে নিয়ে সেটা তুমি জানো । সেটা সে জানবে কেমন করে ?
কিন্তু আমি তো তাকে আমার মনের কথা জানিয়েছি!
কতটা ভালোবাসো তাকে?
জানি না বলতে পারবো না! তবে মনে হয় তাকে সারাজীবন কাছের করে রাখতে । একসাথে পথ চলতে । অন্যকারো সাথে তাকে দেখলে ভেতরটা কেমন জানি চিনমিনে করে!
সেকি তোমাকে ভালবাসে?
না..!
হুঁ! বুঝলাম! কিন্তু বন্ধু কি জানতো পৃথিবীতে সবার ভাগ্যে সবটা থাকে না । হ্যাঁ এটা সত্যি তুমি তাকে ভালোবাসো তাই বলে তোমাকেও যে তাকে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই! সেওতো মানুষ! তারও তো ভালোলাগা মন্দ লাগার ব্যাপার আছেতো নাকি!
হ্যাঁ! তাতো অব্যশই । কিন্তু.!
আহা! আবার কিন্তু কেন !এইযে তুমি বললে কতটা ভালোবাসো বলতে পারবে না । একজনকে ভালোবাসার জন্যে এর থেকে বেশি কোনো উত্তর হয় না । তাই যেটা বলেও বোঝানো সম্ভব না সেটা তোমার মনের ভেতরেই রেখে দেও বন্ধু । সব ভালোবাসার মানুষের একসাথে পথ চলা হয়ে ওঠে না। সবাই যদি সব পেয়ে যায় তাহলে তো ভালোবাসার মর্মটাই আর থাকবে না । তাহলে তো ভালোবাসা কি কেউ ই বুঝবে না ।
তাহলে কি আমি তাকে ভুলে যাবো?
হ্যাঁ সেটাই ভালো হবে।কারণ এখন থেকে ভোলার চেষ্টা করলে কষ্টটা কম হবে আর নয়তো পরে. আগে নিজেকে প্রতিষ্ঠিত করো। দেখবে তোমার একটা না পাওয়া কে ১০০তা পাওয়া ভুলতে না পারলেও দিয়েই দিবে ।-
স্বার্থের দুনিয়ায়,
পৃথিবী ছন্নছাড়া
এক একটা মানুষ যেন,
মায়ার পিছনে লুকিয়ে থাকা মনুষ্যত্ব হারা-
Listen in ur fvrt muisic in the lone a room with night blub & the earphone
-
জীবনের সবকিছু যদি মন দিয়ে দেখা যেত
তাহলে সব মানুষের চোখ আর হাসি তাজমহলের থেকেও সুন্দর আর চকমক করতো-
Self Respect
আমার Status দেখলে আমি তোমারো status দেখবো
নইলে তোমার মরে যাবার status দিলেও দেখতে যাব না😎-
অহংকার পতনের কারণ🤚হ্যাঁ ভাই জানি
আমার অহংকারটা আমার কাছেই থাক
তোমার খারাপ লাগলে তোমাকে ধন্যবাদ তুমি আসতে পারো 🙏-