হঠাৎ কোনো এক দিন খবর পেলে আমি আর নেই ,
তখন কি ছুটে আসবে ,তখন আমার জন্য চোখে জল আসবে!
-
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।
-
তুমি আমার পান্তা ভাত
আমি তোমার আলুভাতে
চলো দু'জনে প্রেম করি
এই লকডাউনের মাঝে-
জীবনে প্রথম প্রেমটা ভোলা তখনই সম্ভব
যখন কেউ একজন তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে।
-
হঠাৎ করে কোনো এক দিন তুমি যদি শোনো
আমি আর নেই , তখন কি ছুটে আসবে?
আমি জানি তুমি আসবে না কারণ তুমি আমায় কোনো দিনও ভালোবাসো নি।
তোমার ভালোবাসা ছিল শুধু মিথ্যা অভিনয়।
-
জীবনে হারতে শিখতে হয়,
হার মানতে শিখতে হয়
তা না হলে বড়ো হওয়া যায় না
তুমি হারতে হারতেই একদিন
মানুষ চিনতে শিখে যাবে যে,
কে তোমার যোগ্য আর কে তোমার অযোগ্য-
হঠাৎ কোনো এক দিন কোনো এক বৃষ্টি ভেজা দুপুরে যদি আমার কথা মনে পড়ে, তাহলে কি মনে পড়বে তোমার,
আমার সাথে কাটানো মূহূর্ত গুলো।
আমি জানি তোমার মনে পড়বে না আমায়
কারণ আমি তোমায় নিঃস্বার্থ ভাবে ভালোবেসে ছিলাম কিন্তু তোমার ভালোবাসা নিছক কল্পনার মতো পুরোটা মিথ্যা অভিনয় ছিল।-
এই পৃথিবীতে সমস্ত ভালোবাসা তুচ্ছ
মা বাবার ভালোবাসার কাছে
যদি তুমি কাউকে ভালোবাসতে চাও
তবে মা বাবাকে ভালোবাসো
তাদের ভালোবাসা কখনও শেষ হয় না।
Love u Maa-Baba-
জীবনে প্রথম প্রেম বলে কিছু হয় না
যখন তুমি এমন কাউকে ভালোবাসবে
যে তোমার অতীত কথা শুনেও তোমায় ভালোবাসবে।
কাউকে আঘাত করে ভালোবাসা পাওয়া যায় না
ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে জানতে হয়, একে অপরের প্রতি সম্মান করতে হয়।
যাকে তুমি ভালোবাসবে,তাকে কষ্ট দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে তার কষ্ট কমানোর চেষ্টা করা দরকার।
-
কোনো এক বর্ষার দুপুর বেলায়
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা
কদম ফুল নিয়ে তোমার দুয়ারে,
হাত বাড়িয়ে বলবো ভুলিনি তোমাকে।-