প্রেম যার যার প্রেমিকা সবার
-
দীপ্ত চৌধুরী
(দীপ্ত চৌধুরী)
45 Followers · 27 Following
Simple & simple person💘
Joined 15 March 2019
9 MAR 2024 AT 22:26
কৃষ্ণকলি আমি তারেই বলি
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলাম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।-
29 SEP 2023 AT 0:49
মানুষের থেকে দূরে থাকা ভালো.!
মানুষ দূর থেকে সুন্দর।
মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই!
মিশে যেতে নেই,
মানুষ মিশে গিয়ে আবার পি'ষে দেয়!-
7 MAR 2023 AT 13:24
তুমি আকাশের ঐ নীল
আমি মেঘে মেঘে স্বপনীল
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবেসো-
17 FEB 2023 AT 22:55
পরের জন্মে তোমার আমার দেখা হবে
মিলন হবে এক আকাশের নিচে
এই রঙিন শহরের প্রান্তরে
যেখানে কবি-লেখকদের আগমন হয়
শাড়ি পরে আসবে তুমি
আর আমি পাঞ্জাবীতে
দেখা হবে এই চত্বরে
অমর একুশে বইমেলাতে-
22 SEP 2022 AT 22:45
সম্পর্ক আসলে হারমোনিয়ামের রিডে ঘুরতে থাকা
আঙুলের মতো!
একবার তুলে নিলে বাকি সব কালো আর সাদা!-
16 SEP 2022 AT 19:48
পৃথিবীতে শূন্যস্থান বলতে কিছু নেই, কোনো না কোনো ভাবে সেটা পূর্ণ হয়ে যায়!
-