22 OCT 2017 AT 20:37

প্রতিবাদের কবিতা
দীপংকর ঘোষ

মেকি দেশনেতার ন্যাকা কান্না,
না যদি লাগে ভালো
তবে আর মোমবাতি নয়
বুকের অাগুন জালো
সেই অাগুন পুরে যাক
হয়ে যাক সব ছাই
বলে রাখছি আমার কিন্তু
নতুন ভারতবর্ষ চাই...

মুখ খুঁজে যদি না পাও
মুখোশের ভীরে
মেরুদন্ড সোজা করে
উঠে দাঁড়াও ধীরে
করো প্রতিবাদ
গর্জে ওঠো এবার
জেনে রেখো পথ নেই
অার কোনো বাঁচবার
অন্ধকার গভীর হয়েছে
রাত ফুরোবে না কি?
নতুন ভোর অাসতে
অার কত সময় বাকি???

- দীপঙ্কর ঘোষ