একবার বলো তুমি আমায় ঘৃণা করো
দীপঙ্কর ঘোষ
একবার বলো তোমাকে ঘৃণা করি
ঘৃণার বাতাস ছড়িয়ে দাও আমার মনে কোণে
বিষাক্ত ছোবলে আমাকে করো রক্তাক্ত
অট্টহাস্যে ভেঙ্গে ফেলো সমস্ত অনুভূতি
আবেগের স্বপ্ন, নিভিয়ে দাও সমস্ত আলো
সূর্যটাকে ভেঙ্গে করো টুকরো টুকরো
এত আলো আমার ভালো লাগে না.
আলো জ্বলে উঠলেই মনে হয় তুমি আসবে
তুমি আসো........তবে ঠিক তুমি নও
আসে তোমার ছায়া.....
আমি গল্প করি, অনেক অনেক গল্প
কিছুক্ষণ পর ছায়াও মিলিয়ে যায়
আমি হাত বাড়াই... হেসে ওঠে শূণ্যতা
তাই তোমাকে বলছি আলোটা নিভিয়ে দাও
আলো আমার ভালো লাগছে না.…....-
তুমি স্বপ্ন দেখ
আমি দেখি তোমার চোখ,
তোমার চোখের ভাষা'রা
আমার প্রেমের কবিতা হোক।
-
মিউজিয়াম
বেয়াদপ একটা কান্না মরার মতো শুয়ে থাকে
শালিখের আশ্চর্য ডানায় ঝাঁপিয়ে পড়ে রোদ
ব্যস্ত কতকগুলো মুখোশ হেটে যায় একা একা
বিশ্রী কবিতার খাতায় পরে থাকে মৃত মাছি
একটু একটু উত্তপ্ত হয়ে উঠে জমে থাকা কথা
ভীষন বিস্ফোরণ চোখ আগুন ছুঁয়ে দেখে নেয়
মৃত নক্ষত্রের ছাই উড়ে আসে স্বপ্নের ভেতর
কতকগুলি পাগল ঘুমিয়ে পড়ে রাস্তার ধারে
এইসব চিত্রকল্পের ভেতর একটা মানুষ কেবল
মিউজিয়াম সাজিয়ে বসে থাকে অনন্তকাল..
-
বদলে যাওয়াটা খুব স্বাভাবিক
অবাস্তব কিছু তো নয়
আগামীর গল্পে বেঁচে থাক
আজকের ব্যর্থ সব সময়-
একবার বলো তুমি আমায় ঘৃণা করো
দীপঙ্কর ঘোষ
একবার বলো তোমাকে ঘৃণা করি
ঘৃণার বাতাস ছড়িয়ে দাও আমার মনে কোণে
বিষাক্ত ছোবলে আমাকে করো রক্তাক্ত
অট্টহাস্যে ভেঙ্গে ফেলো সমস্ত অনুভূতি
আবেগের স্বপ্ন, নিভিয়ে দাও সমস্ত আলো
সূর্যটাকে ভেঙ্গে করো টুকরো টুকরো
এত আলো আমার ভালো লাগে না.
আলো জ্বলে উঠলেই মনে হয় তুমি আসবে
তুমি আসো........তবে ঠিক তুমি নও
আসে তোমার ছায়া.....
আমি গল্প করি, অনেক অনেক গল্প
কিছুক্ষণ পর ছায়াও মিলিয়ে যায়
আমি হাত বাড়াই... হেসে ওঠে শূণ্যতা
তাই তোমাকে বলছি আলোটা নিভিয়ে দাও
আলো আমার ভালো লাগছে না.…....-
সংবাদ
দীপঙ্কর ঘোষ
খবর রটে যায় খুব দ্রুত
হামলে পরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ
সস্তা পরকীয়া কিংবা সারোগাসি
পাতায় পাতায় রঙ্গীন বিজ্ঞাপন দেহ
খবর রটে যায় খুব দ্রুত
অথচ সুইসাইড নোট আর
ঝুলন্ত রাষ্ট্রের পচাগলা দেহ নিয়ে
সহমরনে যাচ্ছে যে লোকটা
তার খবর-
আসুন
একটা নিরাপদ জায়গা খুঁজে নিই
একটা নিশ্ছিদ্র গর্ত খুঁড়ে ফেলি খুব গোপনে
তারপর এক এক করে নেমে যাই
যতটা পারা যায়..গভীর আরও গভীরে
যে চোখ রাঙাচ্ছে, তার কাছে বিক্রি করি মাথা
আমাদের মাথার ওপর পা রেখে যে ওপরে উঠতে চাইছে
তার মই হয়ে দাঁড়াই, তাকে পৌঁছে দিই নত মস্তকে
ওটা তাঁর অধিকার, আর আমাদের কর্তব্য
আমাদের শিরদাড়াতে যে ভীষন ভয় ঢুকে গেছে
তার কাছে হাটু মুড়ে বসে একবার ক্ষমা চেয়ে নিই
শান্তি জল ছিটিয়ে ঘুমিয়ে পড়ি নির্বিঘ্নে
আর গণতন্ত্রের পচাগলা শবদেহ এসে দাঁড়াক আমাদের উঠোনে..
-
মিউজিয়াম
বেয়াদপ একটা কান্না মরার মতো শুয়ে থাকে
শালিখের আশ্চর্য ডানায় ঝাঁপিয়ে পড়ে রোদ
ব্যস্ত কতকগুলো মুখোশ হেটে যায় একা একা
বিশ্রী কবিতার খাতায় পরে থাকে মৃত মাছি
একটু একটু উত্তপ্ত হয়ে উঠে জমে থাকা কথা
ভীষন বিস্ফোরণ চোখ আগুন ছুঁয়ে দেখে নেয়
মৃত নক্ষত্রের ছাই উড়ে আসে স্বপ্নের ভেতর
কতকগুলি পাগল ঘুমিয়ে পড়ে রাস্তার ধারে
এইসব চিত্রকল্পের ভেতর একটা মানুষ কেবল
মিউজিয়াম সাজিয়ে বসে থাকে অনন্তকাল..-