দীপ সরকার   (✍️ দীপ)
26 Followers · 39 Following

Joined 11 June 2017


Joined 11 June 2017
31 DEC 2021 AT 23:31

তোর একলা ভিড়ের গল্পেরা
স্বপ্ন খুঁজে পাক,
তোর চুপ কথার রূপকথারা
বাস্তবে মিশে যাক।

পাখির নীড়ের সাতকাহন
ইচ্ছে নদীর ঢেউ,
চাওয়া পাওয়ার হিসেব মিলে
হারায়নি তো কেউ।

আজ অচেনা অন্য পথে
রাস্তা মিলে যাবে,
ফেলে যাওয়া টুকরো স্মৃতি
মনেই থাকুক এই ভাবে।

-


21 DEC 2021 AT 20:11

চিন্তা ছাড়া বাঁচছি কোথায়
ভিতর ভিতর ছাই,
নির্বাসনে দিচ্ছি সাড়া
ফেরার উপায় নাই।

-


15 DEC 2021 AT 23:04

না চাওয়াতেই অনেক পেলাম
আর চাইনা কিছুই প্রিয়,
যাওয়ার আগে এটাই বলার
ভুলে থাকার ইচ্ছে দিও।

-


10 DEC 2021 AT 10:02

দিন ঝাপসাই থাক,
তোমার আমার অনেক না বলা
আজও চুপচাপই রয়ে যাক।

-


30 NOV 2021 AT 20:30

নক্ষত্ররাও জানে গোপন দোষ,
শিলালিপিতে বর্ণপরিচয় মিথ্যে হয়ে যাক,
তারারাও আজ আলগা পিরিতে
ছায়াপথ মায়ায় নিজেদের খুঁজে পাক।
তুমি ও আমি আদিম শীতল
পৃথিবীর সব কোলাহল নির্বাক হয়ে থাক।

-


27 NOV 2021 AT 13:46

যাকে তুমি ভাবছো কাছে,
ভিতর ভিতর শত যোজন।
অল্প জেনেই দিয়েছো দিয়ে,
বোঝা ই হয়নি মনের ওজন।

-


26 NOV 2021 AT 10:05

কোন কিছুই আর আগের জায়গায় থাকছে না,
সরে আসা মন, লিখতে লিখতে থেমে যায় পেন।
শব্দ ক্ষয়, হীনতায় বিপর্যস্ত না বুঝেই।
যারা বুঝেছিল ঠিক, সময়ের নিয়মে হারিয়েছে অজান্তেই।

একটু একটু করে দূরে এসে আজ অনেকটাই-
আজ বিচ্ছিন্ন একটা দ্বীপে,
অতীতের বাইনোকুলার ঝাপসা হয়ে যায়,
আস্তে আস্তে সরে যাচ্ছে ভিতর ভিতর
তোমাকে বুঝে নেওয়া ইচ্ছে গুলো।

-


23 NOV 2021 AT 10:45

হয়তো তুমি পাওয়ার ই না
বৃথাই এ মন মায়ায় জড়ায়,
ভুলে থাকার চেষ্টারাও
এখন বড্ড বেশি মনে করায়।

-


11 NOV 2021 AT 21:26

যখন একলা থাকি
আমার সব না পাওয়া গুলোর,
সব ইচ্ছে গুলোর,
কাটাছেঁড়া চলে,
অনেকটা পড়ে থাকা সময় নির্বাক শব্দের,
কষ্ট পেতে ভয় লাগে।

-


7 NOV 2021 AT 23:03

যা চেয়েছি সেটা ঠিক না ভুল
তাও জানি না,
দূরে গিয়েও যাওয়া হয়েছিল
তাও মানি না,

আজও আগামীর দিন স্বপ্ন নিয়ে
কোথায় হারিয়ে যায়,
ভালোবাসার সব রঙ ই শেষে
তোর রঙে মিশে যায়।

-


Fetching দীপ সরকার Quotes