Dibyendu Saha   (দিব্যেন্দু)
0 Followers · 2 Following

I like to write poem.
Joined 20 April 2025


I like to write poem.
Joined 20 April 2025
22 JUN AT 16:20

কি ভাবছো?
তুমি হেরে গেছ?
ভুল করছ

দুদিনের ঐ জীবন পেয়ে
কিসের এত জেতা হারা?
নির্লিপ্ত কাজ করে যাও
চোখ বুজলে সবই সারা।

-


22 JUN AT 7:48

কল্পনাতে ভাসলে অনেক
এবার ফেরো বাস্তবে
আবেগ গুলো সরিয়ে রেখে
বিবেক দিয়ে ভাবতে হবে।

শুভ সকাল

-


21 JUN AT 22:29

চলতে হবে যুগের সাথে
মিলিয়ে তালে তাল
নইলে তুমি হোঁচট খাবে
খারাপ হবে হাল।
শুভ রাত্রি

-


21 JUN AT 20:03

ভুল গুলো সব ভুলতে হবে
নিতে হবে শিক্ষা
বাঁচতে হলে দিতে হবে
সারাজীবন পরীক্ষা।
শুভ সন্ধ্যা

-


21 JUN AT 6:41

স্বপ্ন তুমি হাজার দেখো
লক্ষ্য রেখো স্থির
সফলতা অবশ্যই পাবে
হোক না গতি ধীর।
শুভ সকাল

-


21 JUN AT 0:05

যাকে নিয়ে ভাববে তুমি
সকাল সন্ধ্যা বেলা।
দিনের শেষে সে তোমাকে
করবে হেলাফেলা।
তাইতো বলি এখন থেকে
নিজেকে বাসো ভালো
নিজের জন্য কষ্ট করে
সুখের প্রদীপ জ্বালো।
শুভ রাত্রি


-


20 JUN AT 17:09

শব্দ যখন আঘাত হানে
নীরবতায় শ্রেয়
ভালো থাকবে, ভুলতে শেখো
তুমি কারোর প্রিয়।

-


20 APR AT 13:06

ভালোবাসা না পাওয়া মানুষগুলো
জীবন্ত এক লাশ
তবুও তারা ঠিকই বাঁচে
যতক্ষণ থাকে শ্বাস।

-


20 APR AT 8:20

আকাশে অসংখ্য তারা থাকলেও
একটি চাঁদ ই কিন্তু পৃথিবীকে আলোকিত করে।
ঠিক আপনার জীবনেও অনেক মানুষ থাকলেও
প্রকৃত বন্ধু কিন্তু চাঁদের মতোই আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবে।

-


20 APR AT 5:25

সব সকালে সূর্য থাকে না
মেঘ,বৃষ্টিও থাকে।
তেমন জীবনের সব মুহূর্তে
আলো থাকে না
কখনও অন্ধকারেও ঢাকে।


-


Fetching Dibyendu Saha Quotes