Dibyendu Halder   (Dibyendu)
191 Followers · 94 Following

read more
Joined 13 February 2018


read more
Joined 13 February 2018
31 AUG 2019 AT 10:41

মিষ্টি দিদির মিষ্টি হাসি,
আমি দেখতে বড্ড ভালোবাসি।
Yq তেই প্রথম দেখা,
তোকে দেখেই লিখতে শেখা।
আজকে একটি বিশেষ দিন
আমার মিষ্টি দিদির জন্মদিন।।

-


10 AUG 2019 AT 22:20

আবারও কোনো ভিড়ের মাঝে
ধরবে আমায় জাপটে তুমি
যন্ত্রণারা বুঝবে সেদিন
তোমার আমি আমার তুমি

-


10 AUG 2019 AT 16:13

মন আজ তোমাতে বিলীন,
হারিয়েছে সুগন্ধে..
স্বপ্নখেয়া দিচ্ছে পাড়ি,
হাতছানি দেয় সন্ধে..

-


9 JUL 2019 AT 23:07

।।ত্রিকোণ প্রেমের গল্প।।


সে এক ত্রিকোণ প্রেমের গল্প।অপূর্ব, দিয়া,মৃন্ময়ের।অপূর্ব ভাবতো সে সারাজীবন শুধু অপ্রেমিক হয়েই থাকতে পারে।ভালোবাসা তার জীবনে কখনো আসেনি।না আসেনি বলাটা ভুল।সে মনপ্রাণ দিয়ে দিয়াকে ভালোবাসতো।কিন্তু দিয়া?তার মনে কি কোনোদিনের জন্যেও অপূর্বর জন্য ভালোবাসা জেগেছে!সেতো দিব্যি স্বপ্ন দেখছে মৃন্ময়কে নিয়ে নিজের মতো করে।যদিও এসব মৃণ্ময়কে কোনোদিন বলেনি দিয়া।অপূর্ব একদিন বলেই ফেললো দিয়া আমি না তোকে খুব ভালোবাসি।দিয়া রীতিমত হকচকিৎ।কিন্তু কিন্তু করে কিছু বলতে পারেনি সেদিন তার বেস্টফ্রেণ্ডের মুখের ওপর।পরে Whatsapp এ মেসেজ আমি একজনকে ভালবাসি।আমার পক্ষে তোর সাথে সম্পর্কে জড়ানো সম্ভব না।তারপর আর খোঁজ পায়নি দিয়া বেশ কদিন অপূর্বর।কোনো মেসেজের রিপ্লাই নেই।ফোনও ধরছেনা কদিন ধরে।ছেলেটার হলো কি?দিয়ার মুখের ওপর চিন্তার ছাপ।পরের দিন একটা চিঠি দিয়ার নামে।আমি চলে গেলাম দিয়া ভালো থাকিস।আর আসবনা তোদের জীবনে।সুখে থাক তোরা।কদিন বাদে খবর আসে রোড এক্সিডেন্টে মারা যায় অপূর্ব।খবর কানে আসার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় দিয়া।জ্ঞান ফিরলে চিৎকারে ফেটে পড়ে দিয়া।অপূর্ব ফিরে আয়।আমি তোকে ছাড়া কি করে থাকবো।ফুচকা খাওয়াতে কে নিয়ে যাবে আমায়?সেই চিৎকার গুলো আর অপূর্বর কান অবধি পৌঁছায়নি।থেমে যায় দিয়ার পৃথিবী।ভালোবাসার অধ্যায়টা থমকে যায় এখানেই দিয়ার জীবনে।

-


9 JUL 2019 AT 22:41

তুমি নাহয় তাকেই ভালোবাসো,
যাকে তোমার মন চায়...
আমার প্রেম অপূর্ন থাক,
স্বপ্নেদেখা প্রেমিকার আশায়..

-


20 JUN 2019 AT 21:48

হারিয়েছি তোকে অনেকদিন হলো।তোর আজ হয়তো সেইসব দিনের কথা মনে পড়েনা।রামু কাকার দোকানে এককাপে চেয়ে চুমুক।হাত ধরে একসাথে পথ চলা।তোর নরম আঙুলগুলো স্পর্শ করত আমার হাত।আজ এসবের মূল্য হয়তো কিছুই নেই তোর কাছে।আমার কাছে আছে আজও।তুই আমাকে বলেছিলিস তোর দেওয়া জিনিসগুলো যেন নষ্ট করে ফেলি।কিন্তু না রে পারিনি।আজও আমি সব না দেখেই বলে দিতে পারি কোথায় কোনটার স্থান।ভালোবাসা কি শুধু টাকায় হয়?চাকরিওয়ালা ছেলে পেয়ে গেলি বিয়ে ঠিক হয়ে গেল।এতগুলো দিন এই মিথ্যে অভিনয়টার কি খব দরকার ছিল?নাই বা করতে পারতিস।অন্তত একটা ছেলের জীবনটাতো বেঁচে যেত।আজও সেই নিকোটিনে পোড়া হৃদয় মুখে বালিশগুঁজে রাত কাটায়।কেউ দেখতে আসেনা।আসিসনা তুইও একবার খোঁজ নিতে।তাও বেঁচে আছে আমাদের ভালোবাসা।তোকে বলতে চাইনা তোর সুখের সংসার ভাঙতেও চাইনা।ভালো থাকিস।ভালো থাকুক ভালোবাসা।

-


15 JUN 2019 AT 9:10

সত্যি বলছো তুমি ভুলতে পেরেছো আমায়
সেই নিঝুম রাতে তোমার জন্য ক্রন্দন
আজ আমি পাল্টে গেছি বুঝতে শিখেছি
তবু এখনো অশ্রুঝরে তোমার নামে বাড়ায় হৃদস্পন্দন

-


15 JUN 2019 AT 8:54

বাঁশঝাড় কাকে বলে 11 এ ওঠার পর সায়েন্স না নিলে

-


4 JUN 2019 AT 20:36

হাত ছাড়লে মাঝখানেতে,
নতুন প্রেমে রসদ খুঁজে...
আমি তো আজ বড্ড পুরোনো,
সে বুঝি তোমায় বেশি বোঝে?

-


31 MAY 2019 AT 22:19

ভালো আছিস?
তোর নতুন মানুষ,
আমার মতো খাইয়ে দেয়?
নাকি এখন খেতে শিখেছিস,
কপালের টিপটা আমার মতো
তাকে কি পরিয়ে দিতে হয়?
না এখন বড় হয়ে গেছিস,
করতে পারিস সব।
পছন্দটা কি আগেরমতই আছে?
রোজকারের নিত্যনতুন পারফিউম তাকে মাখাস?
সেও কি আমার মতন জড়িয়ে ধরে
আদর করে তোকে?
আমি তো সব আজও বাঁচাই
পাথর জমা বুকে।
সব স্মৃতিটাই আঁকড়ে ধরে
বেঁচেই কেবল আছি
মানুষও যে জীবন্ত লাশ
বুঝতে শিখে গেছি।।

-


Fetching Dibyendu Halder Quotes