আসছে সময় হাসছে সময়,দেখে জমায়েতের মূল মন্ত্র..
জনকল্যাণের অসহায়তার পারদ নিয়ে চিন্তিত, প্রজাতন্ত্র !
বেকারত্বের পাপে দগ্ধ যারা, নেই কি তাদের পৌষ্টিক তন্ত্র ?
একদিনের জ্বালানিতে চলেনা শাসক, তোমার নিজেরই প্রিয় যন্ত্র !-
মুছেছে চিহ্ন, মুছেছে স্মৃতি; সবই ভিন্ন লহমায়
অতীতের তিক্ততা টেনে আনলে কেনো, থেমে যাওয়া যন্ত্রণায়?
ছিলাম ভুল, করেছি ও তাই, ছিল না কোনো প্রশ্ন
টেনে ফেলা দাড়ি মুছলেনা কেনো, যখন বিচ্ছেদের তাপ ছিল উষ্ণ !-
প্রতি গল্পের নায়ক হবো, যদি তুমি পড়ে শোনাও..
তোমার হয়েই পাবে আমায়, যদি একটু অনুমতি দাও !-
ভালোবাসা আজ ধুঁকে মরে, রূপের আচেই পড়েছে হাক..
অপেক্ষার পারদ চড়ছে ঠিকই, খোঁজে শুধু এক তোমার ডাক;
প্রেম কলোনির বদ্ধ গলিতে কালোবাজারির এক চরম নিলামির আকার,
মুখে অট্টহাসি নিয়ে থাকুক, বুকের পাঁজর ভাঙ্গা সমস্ত চিৎকার !-
চেয়েছি যেমন, পেয়েছিও অনেকটা তাই;
তবুও তার কাঁধে মাথা রাখার মত আত্মশান্তি;
আর যে কোথায় গেলে, সেই স্বাদ পাই ?
-
কিছু সম্পর্কও এমনও আছে, যারা কোনো এক সময় খুব আপন ছিল..
কিন্তু আজ তাদের সাথে দেখা করা তো দূর, হয়তো ঠিক ভাবে যোগাযোগ ও নেই,
উবে যাওয়া কর্পূরের প্যাকেটের মতো, শুধু স্মৃতিটুকু থেকে গিয়েছে।
🥀🖤-
যেখানে একসময় বিকিয়েছিল,
শহরতলীর সেই সাক্ষস্থল..
সফলতার দরে "দুইতরফা ভালোবাসা ও প্রতিশ্রুতির"
কিছু অর্থহীন শব্দদল!-
রেল স্টেশনে দুই বিপরীতগামী রেল-এর গন্তব্যের মত;
আর কোনো দিন দেখা হবে না জেনে,
নিজের থেকেও প্রিয়জনকে, মন ভরে দেখার মুহূর্তরা..
ভীষনই নিষ্ঠুর!
-