আমি যদি নাও থাকি তুমি টিকে থেকো,
ছায়াপথে হেঁটে হেঁটে আমাকেই ডেকো।-
If we get the 2nd chance 😉
Engineering student🤖
✍️ Wri... read more
"একটি চোখে উপন্যাস আর অন্য চোখে খেলা,
জাহাজ ডুবে যাওয়ার পরও ভেসে যাচ্ছে ভেলা।"-
"কোন এক রাতে—
আমলকি আর তেঁতুলের পাতা সরিয়ে যেভাবে ঘরে ঢুকে পড়ে চাঁদ
ফুরিয়ে যাবার ভয়ে—
রাতের শেষ সিগারেট,
ছোঁবো না ছোঁবো না করেও একসময় নাগাল পেয়ে যায় হাতের
যেভাবে তুমুল জীবনবাদী এক কবি—
একদিন ঘরের সিলিংকে ভালোবেসে ফেলে
ভাবি, এভাবেই একদিন তোমাকে ছুঁয়ে ফেলবো
প্রতীক্ষার দিনের সংখ্যা ভুলে বলবো— ভালোবাসা সংখ্যায় থাকে না।"-
আমি তোমার ভাইরাসযুক্ত মনের নিরীহ "হ্যান্ড স্যানিটাইজার" হতে চেয়েছিলাম, তুমি আমার ভেতরের দাহ্য পদার্থ দেখলে, জীবানুমুক্ত রাখার প্রবণতা দেখলে না।
-
ফ্রেন্ডলিস্টের এক স্বল্পপরিচিতা ইনবক্সে লিখলো-
" তোমাকে একটা পার্সোলাল কথা বলতে চাই?"
আমি লিখলাম-
" পার্সোলাল কথা?"
মেয়েটি লিখলো-
" হুম, পার্সোলাল কথা।"
আমি আবার বানান ভুল নিয়ে সবার সাথে এডজাস্ট করতে পারি না, তো একটু ভাব নিয়ে লিখলাম-
" পার্সোলাল? নাকি পার্সোনাল? বানান ভুল করেছেন তো আপনি।"
আমার ম্যাসেজের পর মেয়েটা দুইটা হাহা ইমো পাঠালো, আমি হাহা ইমো দেখে চুপ করে রইলাম। দুই মিনিটস পর মেয়েটা লিখলো-
" কিছু পার্সোনাল ব্যাপার এতোটাই রঙিন যে, লাল রঙ ধারণ করে পার্সোলাল হয়ে যায়।"
আমি মেয়েটার ম্যাসেজ পেয়ে লজ্জায় লাল হতে শুরু করলাম।
|| অণুগল্পঃ পার্সোলাল ||-
আমার প্রেমিকাকে আমার নিজের লেখা কবিতার মতন লাগে।
হোক অগোছালো কিংবা কিছুটা ছন্দহীন।
তবুও তা বারবার পড়তে ইচ্ছে হয়। খুটিনাটি ভুল ধরতে ইচ্ছে হয়। গভীর মমতায় লাইনে লাইনে তর্জমা করার শখ জাগে।
আমার প্রেমিকাকে বৃষ্টির মতন লাগে।
শখ হয় আমি আকাশের দিকে মুখ তুলে তাকাই, সে টুপ করে চোখের উপর পড়ুক।
কি স্নিগ্ধ! কি শীতল!
আমার প্রেমিকাকে সমুদ্রের মতন লাগে।
গভীর মনোযোগ দিলে
বুকের উপর আছড়ে পড়ে উত্তাল ঢেউয়ের ঝাপটা।
আমি একটু একটু করে ভাংতে থাকি।
ভাংতে ভাংতে ক্ষয়ে যাই গোপনে।
|| সে ||-
যে যার মতো চলে যায়, মেঘ যায়, পাখি যায়,
আমার কোথাও যাওয়া হয় না.... অবসন্নতায়।-