Debu Chatterjee   (কলমে দেবু চ্যাটার্জী (বিষাক্ত মানুষ))
130 Followers · 31 Following

read more
Joined 22 February 2018


read more
Joined 22 February 2018
25 APR 2020 AT 23:06

নিষ্পাপ ছিল আমার ভালোবাসা,,
ভেঙে গেলি মন..💔......
যাওয়ার আগে বলতে পারতিস
সবই ছিলো অভিনয়................!
তাহলে হয়তো কষ্ট পেতাম কম।

-


21 NOV 2020 AT 13:40

এই ঠান্ডার আমেজে প্রতিটা চুমুকে তোমাকে খুঁজি, ☕☕
হৃদয়ের ক্যানভাসে তাই ভাসে তোমার ছবি।❤️
প্রতিটা রাতে তোমার অপেক্ষা..🥱😘
এই অবিচ্ছন্ন ঠান্ডায় চায়ের সাথে তোমার প্রতীক্ষা।🥰

-


21 NOV 2020 AT 12:48

হৃদয় মাঝে রইলে তুমি...
মনের গভীরে কই?
বাস্তবতার ভাষা তুমি..
ভিন্ন হৃদয়ের বই।
লুকনো আঁচলের প্রতিটি ভাঁজে খন্ডিত হৃদয় আমার,
লুন্ঠিত হৃদয়ের সংখ্যাতত্বে একলা কাটছে দিন আমার
তোমার দীর্ঘ চোখের কাঁজলে এক অপুরুপ অনভূতি,
মনের অগভীর সমুদ্রে বাস্তবে তুমার স্মৃতি।

-


1 SEP 2020 AT 20:15

রোদের সাথে আড়ি,
অবাধ্য সব কষ্ট গুলো
করছে বাড়াবাড়ি।
আকাশ জুড়ে শুধু দেখি তোমার হাসি মুখ
ভালোবাসার মানে কি তবে আঁখি ভেজা সুখ?
মনের আকাশে মেঘ করেছে সুক্ত এই বেলা
তাই তো অভিমানে সিক্ত সারাবেলা।

-


1 SEP 2020 AT 14:07

রোদের মতো হাসলে না?
আমায় একটু কাছে টেনে,
লুকিয়ে কেন রাখলে না ।
হৃদ মাঝারে থেকেও তুমি
মনের কথা বুঝলে না ।
রোদের মতো ভালোবেসে
আমায় কাছে টানলে না ।❤️💙🤍

-


13 AUG 2020 AT 23:06

আছে এক গভীর মায়া..🥰
তুই আমায় শিখিয়েছিস গভীর ভালোবাসা..💙🤍♥️
তোর চোখের চাহুনি তে আছে অনেক নেশা।😍
যদি দিস সুযোগ হতে পারি তোর ভোকাল কর্ডের ভাষা।🥰😍

-


13 AUG 2020 AT 22:48

কিছু কথা না হয় নাইবা বললাম🤐
কিছু কথা হয়তো নাইবা প্রকাশ করলাম,🤫
একটু তো বুঝে নিতে পারো..🙄
অভিমান ছেড়ে একটু হাত টা তো ধরতে পারো।🤝
জানো তো এই পাগল টা তোমায় ছাড়া অসম্পূর্ণ💔

-


22 JUN 2020 AT 17:37

অকারণে মেঘলা করে মন
আকাশ যেমন জেদ করেছে নামাবে না বৃষ্টি আর..
কষ্ট গুলো মনের মাঝে গাঁথা রইল তার ।
বৃষ্টি গুলো বড্ড অভিমানী ঝরে বারবার!!
মন ভালো নেই তার হৃদয় ভাঙ্গে যার ।
হাজার রকম বন্ধু পাবে জীবনে চলার পথে,
সঠিক মানুষ চিনে নাও আবেগের ফাঁকে ।

-


22 JUN 2020 AT 12:27

মনের কথাগুলো প্রকাশ হবে না বলে
ধরছে না আবেগ .........
ফিরে আসা এই বৃষ্টির মসরুম,
বাস্তবতার জীবনে ওয়েটিং তোমার রুম...
বৃষ্টির ফোঁটায় গভীর রেখা....
একাকিত্বেই কাটছে আমার পহর একা।
বাকি কথা চুপচাপ থাক....
মনের কষ্টটা ভাষা পাক ।

-


21 JUN 2020 AT 14:09

রাগের মাঝে অগাদ ভালোবাসা...
বাবা মানেই
রাগের সাথে অনুভূতির ছোয়া...
বাবা মানেই
জলদি বাড়ি ফিরিস...
বাবা মানেই
খোকা তুই ভালো করে থাকিস।

-


Fetching Debu Chatterjee Quotes