নিষ্পাপ ছিল আমার ভালোবাসা,,
ভেঙে গেলি মন..💔......
যাওয়ার আগে বলতে পারতিস
সবই ছিলো অভিনয়................!
তাহলে হয়তো কষ্ট পেতাম কম।-
মনের ভাবনা গুলো কে
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি..
পড়াশ... read more
এই ঠান্ডার আমেজে প্রতিটা চুমুকে তোমাকে খুঁজি, ☕☕
হৃদয়ের ক্যানভাসে তাই ভাসে তোমার ছবি।❤️
প্রতিটা রাতে তোমার অপেক্ষা..🥱😘
এই অবিচ্ছন্ন ঠান্ডায় চায়ের সাথে তোমার প্রতীক্ষা।🥰
-
হৃদয় মাঝে রইলে তুমি...
মনের গভীরে কই?
বাস্তবতার ভাষা তুমি..
ভিন্ন হৃদয়ের বই।
লুকনো আঁচলের প্রতিটি ভাঁজে খন্ডিত হৃদয় আমার,
লুন্ঠিত হৃদয়ের সংখ্যাতত্বে একলা কাটছে দিন আমার
তোমার দীর্ঘ চোখের কাঁজলে এক অপুরুপ অনভূতি,
মনের অগভীর সমুদ্রে বাস্তবে তুমার স্মৃতি।
-
রোদের সাথে আড়ি,
অবাধ্য সব কষ্ট গুলো
করছে বাড়াবাড়ি।
আকাশ জুড়ে শুধু দেখি তোমার হাসি মুখ
ভালোবাসার মানে কি তবে আঁখি ভেজা সুখ?
মনের আকাশে মেঘ করেছে সুক্ত এই বেলা
তাই তো অভিমানে সিক্ত সারাবেলা।
-
রোদের মতো হাসলে না?
আমায় একটু কাছে টেনে,
লুকিয়ে কেন রাখলে না ।
হৃদ মাঝারে থেকেও তুমি
মনের কথা বুঝলে না ।
রোদের মতো ভালোবেসে
আমায় কাছে টানলে না ।❤️💙🤍-
আছে এক গভীর মায়া..🥰
তুই আমায় শিখিয়েছিস গভীর ভালোবাসা..💙🤍♥️
তোর চোখের চাহুনি তে আছে অনেক নেশা।😍
যদি দিস সুযোগ হতে পারি তোর ভোকাল কর্ডের ভাষা।🥰😍-
কিছু কথা না হয় নাইবা বললাম🤐
কিছু কথা হয়তো নাইবা প্রকাশ করলাম,🤫
একটু তো বুঝে নিতে পারো..🙄
অভিমান ছেড়ে একটু হাত টা তো ধরতে পারো।🤝
জানো তো এই পাগল টা তোমায় ছাড়া অসম্পূর্ণ💔-
অকারণে মেঘলা করে মন
আকাশ যেমন জেদ করেছে নামাবে না বৃষ্টি আর..
কষ্ট গুলো মনের মাঝে গাঁথা রইল তার ।
বৃষ্টি গুলো বড্ড অভিমানী ঝরে বারবার!!
মন ভালো নেই তার হৃদয় ভাঙ্গে যার ।
হাজার রকম বন্ধু পাবে জীবনে চলার পথে,
সঠিক মানুষ চিনে নাও আবেগের ফাঁকে ।-
মনের কথাগুলো প্রকাশ হবে না বলে
ধরছে না আবেগ .........
ফিরে আসা এই বৃষ্টির মসরুম,
বাস্তবতার জীবনে ওয়েটিং তোমার রুম...
বৃষ্টির ফোঁটায় গভীর রেখা....
একাকিত্বেই কাটছে আমার পহর একা।
বাকি কথা চুপচাপ থাক....
মনের কষ্টটা ভাষা পাক ।-
রাগের মাঝে অগাদ ভালোবাসা...
বাবা মানেই
রাগের সাথে অনুভূতির ছোয়া...
বাবা মানেই
জলদি বাড়ি ফিরিস...
বাবা মানেই
খোকা তুই ভালো করে থাকিস।-