হ্যাপি হোলি?
-
"যদি তোর ডাক শুনে কেউ নায় আসে,
তবে একলা চলো রে।"
- কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
(সেই ২০১২ সালের Kahaani সিনেমায় Mr. অমিতাভ বচ্চনের কণ্ঠে।)-
".... বলিনি তোমাকে আমি। রেখে দিয়েছি নিজের মনের কাছে আর...
হতে দিয়েছি নিজের মনে একের পর এক যুদ্ধ!! ...."-
এখনকার দিনে একটা স্মার্টফোনে
যেমন Ultra-Wide Angle ক্যামেরাটা
থাকা বেশ প্রয়োজন হয়ে উঠেছে,
ঠিক তেমনই বর্তমান এই যুগে
প্রত্যেকের Mentality-টাও
যেন Ultra Wide-angle ক্যামেরার
মত বিস্তৃর্ণ হয়। সঙ্কীর্ণ চিন্তাধারা হলে
জীবনে অনেক কিছুই miss করে
যেতে হবে। 🤍🖤-
ভক্তির না আছে কোনো স্থান-কাল-পাত্র,
না আছে কোনো জাত, না আছে কোনো ধর্ম। ভক্তির মধ্যে যেটা আছে সেটা হলো বিশ্বাস, এমন একটা জিনিষ যেটার উপর পুরো বিশ্ব চলছে।
ভক্তি ও বিশ্বাস ছিলো, আছে এবং থাকবে।
🤍🖤-
হঠাৎ একটা খুব সাধারণ কথা মাথায় এলো তাই লিখছি -
"এই পৃথিবীতে সব ভালো মানুষেরা ভালো আছে তো?"
🤍🖤-
"প্রেমে পড়লে, অকারণ -
কাউকে বলা বারণ।
রিমঝিম এই বরষায়,
তুই আজ ভেজার কারণ।"
The word "মনে" has been replaced by "প্রেমে" 🤍🖤-
যে চোখের পাতা ছেলে ও মেয়ে উভয়ের চোখের সৌন্দর্য্য বাড়াতে সাহায্য করে, সেই চোখের পাতাই যখন খুলে গিয়ে চোখের ভিতর ঢুকে যায়; তখন সেটা বার করে ফেলে না দেওয়া পর্যন্ত সেটা চোখকে কষ্ট দেয়।
কি অদ্ভুত না। বাস্তব জীবনে এটার সাথে অনেক কিছুর মিল খুঁজে পাওয়া যাবে। কি মিল সেটা তোমার উপর ছেড়ে দিলাম। 🤍🖤-
মাঝে মাঝে ভালোও লাগে যে আমার অন্তত এত্তো কথা বলার তো আছে। শোনার কেউ আছে কি নেই, তারা মন দিয়ে শুনবে কিনা, বুঝবে কিনা, মনে রাখবে কিনা ইত্যাদিতে পরে আসছি। আগে, আমার যে অনেক কথা বলার আছে, এটা ভেবেই ভালো লাগছে। অনেকটা রাস্তা অতিক্রম করেছি। রাস্তাটা ফিরে দেখতে ক্ষতি নেই। সামনে তো আমরা সবাই আপনা-আপনি এগোচ্ছি।
🤍🖤
-