Debopriya Banerjee  
166 Followers · 5 Following

Joined 30 August 2018


Joined 30 August 2018
13 JUN 2020 AT 6:04

একটা সিংহকে মারার জন্য যখন সাড়ে পাঁচ হাজার

হায়না একজোট হয়,

সিংহটা মরে ঠিকই |

কিন্তু হায়নাগুলো হায়নাই থাকে |

সিংহ হয়ে যায় না |

-


18 MAY 2020 AT 10:35

রাষ্ট্র ,


একটু টুইট্ করে বুঝিয়ো ঘরবন্দীকে -


তোমার আমার "ক্লিন ইন্ডিয়ায়",

ভারতবর্ষ কোনদিকে

-


26 APR 2020 AT 0:20


|| স্বীকারোক্তি ||


একজোড়া চোখ আর একখানা মুখ

শুধু একটাই খুব চেনা অবয়ব

বুকে ধিকিধিকি জাগে কলঙ্কানলে |


সে ছাড়া আর কে দিতে চেয়েছিল সুখ

কে শরীর ছুঁয়েছিল, মনে নেই সব

বিছানায় গেছিলাম, যেতে হয় বলে |


~নিজস্ব

-


12 APR 2020 AT 5:21

যাকে তুমি আটকে রাখতে চাও, তার যদি আটকে থাকার হত, তবে তাকে আটকে রাখতে হত না |

-


2 APR 2020 AT 23:33

মুঠোফোন ব্যবধানে একজোড়া দেহ গুটিসুটি
হঠকারী কি-প্যাডের অবৈধ শিহরণ মাখে |
কত শত নিষিদ্ধ গোপন ফোনিক খুনসুটি
বারবার মুছে গিয়ে অদৃশ্য ছাপ ফেলে রাখে |

শরীর শান্ত হলে একজন ঘুমে ঢলে পড়ে |
অন্যজনের তবু অনিদ্রা দুচোখ ছাড়ে না |
বৃন্দাবনের ছাঁচে স্মার্টফোনও পরকীয়া গড়ে |
অনেক সময় শুধু ফেসবুক জানতে পারে না |

-


30 MAR 2020 AT 3:07

তর্ক বিজয়ী হয় |

অভিমান জেতে দুর্বার দেমাকে |

একজনই ছেড়ে যায় ;

বিভিন্ন রূপে বারবার আমাকে |

-


23 MAR 2020 AT 21:43

সে তোমার মুখ চিনেছে যে চিনতে চায় নি কোনোদিনও

অন্যরা যেমনটা চায় ; এবার থেকে তেমন মুখোশ কিনো

-


7 MAR 2020 AT 1:46

"আজাদী আর চাইবি নাকি? নে আজাদী!" বলেই লাঠি-
তোমার হাতের মর্মাঘাতে ভাঙল যাদের পাঁজরকটি ,
তাদের রক্ত ঝরার কালে, রক্তে রাঙা শেষ বিকেলে
আর্তনাদের 'জন-গণ'-গান তোমার "রবি" শুনতে পেলে ,
দেখলে সে সব ক্ষত
খুব কি খুশী হত ?

-


23 FEB 2020 AT 2:08

মোছলমানে শিব এঁকেছে | কটুকথার ভাঙছে বাঁধ |

তাই না দেখে মুচকি হাসে,ভোলার মাথার ঈদের চাঁদ

-


6 JAN 2020 AT 3:02

শাসক Dyer হাঁকেন : "Fire!"

স্তাবক অস্ত্র হানে |

নাম ছাড়া তফাৎ কিসে আর

জামিয়ায় জালিয়ানে ?

-


Fetching Debopriya Banerjee Quotes