শরৎ এর এক বিকেলে পেজা তুলোর মত
কাঁশ ফুল আর ঢাকের সাথে সাথে সেবার
বসন্তও যেনো আছড়ে পড়লো কলকাতায়
হাতে হাত, কাঁধে কাঁধ, দিন গুলো যেনো বড্ড ছোট
বছর ঘোরে, সময় বাড়ে, উপন্যাসের শুরু
কথায় কথায় রাত হয়ে যায় যেনো সব ঘুম গেলো উড়ু
কিন্তু সুখ যে সারা শব্দ হারা বৈচিত্র্যের ফাঁকে,
ঘুম যে আবার ফিরে এলো, কথায় পড়লো দাড়ি
অভিমান এর রেল লাইনে রয়েছে সারি সারি।
তোমার অমোঘ বাতি জ্বলতে থাকে,
পৃথিবীটাও ঘুরতে থাকে, তবে সেই দুনিয়ায়
সবাই আছে শুধু আমার সাথে আড়ি।
মুখের বই আর গ্রামের মাঝে অনেক মানুষ, ভিড়ে যায় না টেকা,
কখনো কখনো হারিয়ে যাওয়া আর কখনো হেরে শেখা...
তাই চুড়ুই বাসায় আবার আমি আর আছে শূন্যতা,
শীতের বেলায় শীত ফিরল আজ আসি, আবার হবে দেখা।
-
আজ আমি সব হারালাম।
তোমার অবাধ হাসি, তোমার খুনসুটি,
তোমার একটা বার আমায় বাবি বলে ডাকা
তোমার পাশে চলতে চলতে হাতে হাত রাখা,
ভেবেছিলাম তোমার কান্না হাসির থাকবো আমি পাশে ।
ভেবেছিলাম বেলাশেষে থাকবো দুজন মিলে,
হঠাৎ সবি হারিয়ে গেলো, মিটল চোখের জলে,
আমি তবুও তোমার থাকবো, হাজার বছর পেরিয়ে গেলে,
আমি ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে, রক্ত পায়ে থমকে গেলে
তবুও তোমারই থাকবো।
হয়তো চিনবে না আর আমায়।
আজ আমি সব হারালাম, প্রেম, বন্ধু, মনের মানুষ
সব হারিয়ে নিঃস্হ আমি, সব স্মৃতি যে বড্ড দামি
তোমার আর হয়তো মনে পরবে না আমায়।
-
আজ সব খেলার হল ছুটি, এবার তবে আসি
হঠাৎ যদি আমায় ভাবো জেনো তোমায় ভালবাসি
ক্লান্ত শরীর , শান্ত মন , মেনে নিলাম হার
থাকবে শুধু দেহ খানি আর চোখের পারাবার
ভালো থেকো , সুখে থেকো, আর জেনো ভালো আছি
সঙ্ সেজে দুনিয়ার পালে আমিও মিথ্যে হাসি
কথায় কথায় রাত হবে না
হাতের উপর হাত হবে না
পথ গুলো যে এক হবে না
রাগ অভিমান আর হবে না
তখন যদি মনে পড়ে জেনো তোমায় ভালবাসি
আজ সব খেলার শেষ বেলায় এবার তবে আসি-
আকাশটা বড়ই ভারাক্রান্ত
চারিদিক কেমন অস্থির হয়ে আছে
নাক পাতলে বারুদের গন্ধ
তুমি পারো, বন্দুক তাকিয়ে
পর পর গুলি ছুড়তে
আমার শরীর জুড়ে অবশাঙ্গতা
আঁটুনি তে দম বন্ধ।।।
থাকবে, এই ক্লান্তি, এই বিষাদ
আর চোখ ভোরে জল, সব থাকবে
থাকবো না শুধু আমরা
ঢেউএর টানে আছড়ে পড়ব
এক আলোক বর্ষের দুপ্রান্তে
স্লেট পেন্সিল এর ঠোকাঠুকিতে
খেলব না কাটা কুটি, ভুলে যাবে
আমার স্বর হয়তো নিজেরই অজান্তে ।।।-
আমার চোখের কোণে মেঘ
আজ বাঁধ ভেঙে পড়লো
হাজার সুতোতে বোনা স্বপ্ন গুলো
আকাশের তারা হয়ে জ্বলছে
হ্যাঁ স্বপ্ন, কারণ বাস্তব বড় কঠিন,
বড় নিষ্ঠুর, প্রেমের কবরে তার বাস
আজ চারিদিকে খালি নিস্তব্ধতা
চোখ দুটো চায় না আর জুড়তে
নজর বন্দি সিলিং পাহারা দিচ্ছে
হেরে গেলাম আজ আমার কাছে
দিলাম তোমায় মুক্তি, দেখো অনেক স্বপ্ন
আমি আবার হলাম হাজার রাতের প্রহরী
আর তুমি, গভীর নিদ্রা মগ্ন।।।-
Tell me something, tell me you are mine.
Come now save me, we have lost so much of time.
In a game we both played and I have lost away.
Where we, both could've just won
Oh baby, we both could've just won...
Can't you notice, what is really going on
Please tell me what happened and what did I do wrong
I can't stand it,
When it feels like we are miles apart
Let me know,
Why are you, breaking my heart?
Oh I don't know,
Where to end and where to even start?
Baby please let me know
Why are you, breaking my heart?-
In the morning, woke up to seeing your dream
At cold nights your thoughts have kept me warm
Recently I feel you are fading everyday...
Oh God!! I'm barely holding on.
Oh God please!!! I'm barely holding on.
Can't you notice, the world is crumbling down
Is it easy to leave me and move to other town
I can't stand it,
when it feels like we are miles apart
Let me know,
Why are you, breaking my heart?
Oh I don't know,
Where to end and where to even start?
Baby please let me know
Why are you, breaking my heart?-
A boulder crushed all dreams and hope
A mirror reflects one's incompetence
A kingdom ruins on sand and dust
While I will never be the same...
Death of thousand dreams come true
Silence makes you deaf at night
My lonely soul is diving deep
While I will never be the the same...-
বাতাসে কেমন আজ খালি খালি গন্ধ
শূন্যতার পিরান্হা গুলো দল বেঁধে আসছে
আজ আমি আর সেই আমি নেই
লক্ষ তাঁরার ছ্যাকা আমার সিগারেটে
আমি আস্তে আস্তে পুরছি।।।-