Debika Mistri   (দেবীকা💛)
57 Followers · 18 Following

read more
Joined 1 February 2021


read more
Joined 1 February 2021
1 MAR 2023 AT 9:34

a lion
and
it goes out like
a lamb.

-


28 JAN 2023 AT 20:29

জ্বলন্ত প্লেন থেকে বেড়িয়ে সে, নিজের অবয়ব দেখল প্লেনের ভেতর।।

-


31 DEC 2022 AT 22:14

জীবনচক্র ফুরিয়ে আসে;
ভাগ‍্যচক্রের পরিহাসে ।।

-


29 NOV 2022 AT 17:50

All say gods made us
But I say we made gods

-


12 FEB 2022 AT 10:27

মন ভালো করা মিথ্যাকে
সত‍্য বড়ই কঠিন,
বড়ই হৃদয়নাশক;
অপ্রিয় সত‍্যকে দূরে ঠেলে,
বুকে জড়িয়ে নিলে মিথ্যাকে
জানি,
মন জোড়ানো মিথ্যা,
তোমার একান্তই আপন।।

-


11 FEB 2022 AT 11:05

মোর কবিতায় তুমি থেকো;
প্রতিটি কোশে শ্বাসবায়ুর মতো।

-


24 MAR 2021 AT 21:17

সঞ্জীবনী প্রথম যেদিন মিমিকে দেখেছিল, বাঁচিয়েছিল একটি বড়োসড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে। কোলে তুলে নিয়েছিল ছোট্ট মিমিকে।সেদিন মিমিও সঞ্জীবনীর বুকে মাথা রেখে, বেঁহুশ হয়ে "মা" বলে ডেকেছিল। সঞ্জীবনীর মধ্যে জেগে উঠেছিল মা-এর একটি রূপ।
সেই ঘটনার পর, বহুবার সঞ্জীবনী মিমির সাথে দেখা করার চেষ্টা করে। কিন্তু, তাকে মিমির কাছে যেতে দেওয়া হয়নি। মিমিও অনেকবার সঞ্জীবনীর কাছে আসার ব‍্যর্থ চেষ্টা করেছিল।
ঠিকই তো, সঞ্জীবনীকে ছোট্ট মিমির কাছে কেন আসতে দেবে এই সুস্থ সমাজ। সে যে, নপুংসক, হিজড়া, ছক্কা। কারোর কারোর চোখে তো আবার, সে মানুষের পর্যায়েই পড়ে না।
তবে, সঞ্জীবনী নিজের চেষ্টা চালিয়ে যায়। একদিন সে খবর পায়, মিমির দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েটলি কিডনি না পেলে তাকে বাঁচানো সম্ভব নয়। সে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় মিমির চিকিৎসারত ডাক্তারের কাছে। জন্মগত একটি কিডনির অধিকারী সঞ্জীবনী, ডাক্তারের সাথে কথা বলে সবার অজান্তেই আরো একবার মিমির প্রাণ সঞ্চারকারিণী হয়ে ওঠে।
আজ, হসপিটালের মর্গে পড়ে থাকা, সাদা কাপড়ে মোড়া সঞ্জীবনীর মৃতদেহটি যেন একটি কথাই বলে চলে,"মিমি, আমায় একবার "মা" বলে ডাক!!"

-


6 JUL 2021 AT 9:32

তোকে ভালোবাসতে গিয়ে আজ নিজেই হয়েছি বদনাম।।

-


6 JUL 2021 AT 9:27

দিয়েছিল আমায় 'ভবঘুরে' নাম;

সময় বদলাতে, আজ তারা,

আমায়....

প্রয়োজনের চেয়েও বেশি দিচ্ছে দাম।।

-


4 JUL 2021 AT 11:21

ব‍্যস্ত শহর বেঁচে থাকে, মৃতদেহ হয়ে;

কিছু মনের ধ্বংসস্তূপ পড়ে থাকে, সকলের অগোচরে

কিছু জীবন্ত লাশ, জীবন্ত হয়ে থাকে, সকল জ্বালা সয়ে।।

-


Fetching Debika Mistri Quotes