রঙের লড়াই
বছরের পর বছর যখন গতিহীন, থমকে গেছে প্রায়
লড়াই তখনও ঊর্ধ্বমুখী, কবর দিয়ে চেতনায়,
মানুষ আজ নতজানু তারই সৃষ্টির কাছে
পালানোর পথ হারিয়ে গেছে, কেইবা আর বাঁচে?
কে কখন ভিক্ষা দেবে, কে দেবে ধর্ম জ্ঞান,
এই নিয়েই লড়ছে মানুষ, হচ্ছে অজ্ঞান
কৃষক আজ আত্মঘাতী, পেটে খিদের জ্বালা
রঙিন আবির হাওয়ায় ভাসে, গদি রক্ষার পালা।
লক্ষ প্রাণ হারিয়ে গেছে, এই কিছু মাস হলো
নতুন থাবাও পড়লো বলে, এবারতো চোখ খোলো,
বাঁচলে পরে অনেক হবে রঙিন রাজনীতি
আগে নাহয় মানুষ বাঁচুক, লড়াইতে দিয়ে ইতি।-
She thought he has changed,
While he was just under pressure or out of his mood that night.
To her, his voice was a headache after a stressful day,
While he waited and counted hours just to listen to her.
She needed a break,
He disappeared, to see her happily smiling back again.
This is how sometimes a story ends without an ending line.
-
ওরা ও আমাদেরই মতন
সুধু দেখতে অন্যরকম,
মুখের স্থানে ঠোঁট আছে
তাই কথা বলতে অক্ষম।
গরম তাপে ওরা ও ঘামে
উড়ে বেড়ায় রোজ,
ক্লান্ত হয়ে ঠোঁট খুলে দেয়
তবুও করে না অভিযোগ।
সভ্যতার এই দৌড়ে সবাই
যখন দিয়েছ যোগ,
গাছগাছালি পুকুর সমেত
সব করেছ বিয়োগ।
এবার তবে ওদের কথা
একটু ভেবে দেখো,
সময় করে ছাদের উপর
এক বাটি জল রেখো।
-
~বদলানো এতো সহজ নয়~
আজ আমি খুব অচেনা
পাল্টে গেছি মনে হয়,
মানিয়ে চলার সঙ্গোপনেই
হারিয়ে ফেলার বড্ড ভয়।
দ্বন্দ্বের শেষ খুজে বেড়াই
তর্কের ভিড়ে হারিয়ে যায়,
বিশ্বাসটা আজোউ অটুট
অভিমান মানে প্রশ্ন নয়।
আমি রাখিনি কোনো মতামত
এমনিই সুধু বলেছি কথায়,
তোর বলা শেষ হলেই
যানিস তো কেমন কথা পায়।
আমি আজকে খেই হারিয়ে
হৃদয় মাঝে করেছি ক্ষয়,
ক্ষমা করিস, একটু বুঝিস
স্বপ্নগুলোকে দিস আশ্রয়।
বিরতি না হয় নাইবা নিলাম
ঠুঙ্কো ভুল বোঝা বুঝির খেলায়,
নতুন দিনে নতুন করে
ভালোবাসার হোক আবার জয়।
-
উড়ছে ধূলো চলছে গাড়ি
শহর আমার ব্যস্ত ভারি,
একটু বলি দাঁড়িয়ে দেখো
দৌড়ে জেতার বাইরে শেখো।-
গ্রীষ্ম তাপে ভষ্ম শহর
মেঘ করেছে আড়ি,
দুচোখ আজও সবুজ খোঁজে
যতই থাকুক 'এসি'-র বারাবারি।-
হঠাৎ যদি সন্ধ্যা নামে
সাজানো আলোর ওপারে,
চাঁদের কিরণেই সুখ খুঁজো
নতুনত্বের বাহারে।
-
বিজ্ঞানে বিজ্ঞ আমি
অঙ্ক শেখাই ক্লাসে,
রাস্তা কাটে কালো বেড়াল
এক শালিকে হাসে।-
দিনের তীব্র আলোতে তুমি সন্ধান হীন,
আবার রাতের কালো তেই তুমি সবচেয়ে বেশি উজ্জ্বল।
হাল ছেড়ো না, সূর্য ও একটি নক্ষত্র ~
প্রতিকুল আধারেও যদি উজ্জ্বল হতে পারো,
তবে সু সময়ের আলোতেও প্রমাণিত হোক তোমার প্রকটতা।-
There may be hundreds of quality notes ready to be burned in this DIWALI by buying crackers and Chinese bulbs..
But at the same time there are thousands of deprived stomachs burning in hunger everyday..
Shoot out the evil inside you by lightning up your soul with those smiles of happiness and satisfaction by filling their empty stomachs in this FESTIVAL OF LIGHTS..
-