তোমাকে নিয়ে লেখা গান গুলি,
মনের মাঝেতে রয়েছে অমলিন,
তোমাকে নিয়ে লেখা কবিতাগুলি,
স্মৃতির পাতায় হয়নি বিলীন।
তোমায় ঘিরে বাঁচার স্বপ্নটা,
হারায়নি হাজার ভিড়ের মাঝেও,
তোমাকে আমার বলা হয়ে ওঠেনি,
ভালবাসি তোমায় আমি আজও।- ভোরের শিউলি 🌼🌼🌼🌼🌼
10 JUN 2019 AT 18:31