26 MAY 2019 AT 17:00

ফিরে এসো তুমি আবার-
আমার কবিতা হয়ে,
ফিরে এসো তুমি আবার,
আমার অনুপ্রেরণা হয়ে-
ফিরে এসো একবার শুধু,
ফের করব নাতো আড়ি,
ফিরে এসো তুমি আবার-
আমার মনের বাড়ি।

- ভোরের শিউলি 🌼🌼🌼🌼🌼