তুমি মনি,তুমি হীরা
তুমি মন হরিণী
তুমি মনি,তুমি মানিক্য
তুমি চন্দ্রহার
তুমি হিয়া,তুমি দিয়া
তুমি মেঘ বালিকা
তুমি নারী,তুমি নদী
তুমি ঝর্ণাধারা
তুমি শক্তি,তুমি মুক্তি
তুমি মরীচিকা
তুমি আনন্দ,তুমি স্পন্দন
তুমি হৃদয় জয়ী
তুমি অপরূপা,তুমি সুন্দরী
তুমি লাবণ্যময়ী
তুমি লাবণ্য,তুমি অনন্য
তুমিই অনন্যা
তুমি ললনা,তুমি ছলনা
তুমিই অপরূপা
~সুরজিত দাস~-
#তোকে_নিয়ে_ই_গল্প_হোক
কলমেঃ দেবস্মিতা
২৬/০৫/২০২১
মেঘ আছে ঈশান কোণে
আর তোর আমার মনে
এক কাপ উষ্ণ চায়ে
আর আমাদের কথায়
হাসিঠাট্টা আড্ডায়
চাতকপাখির মতোন চাওয়ায়
স্নেহের পরশ পায় চোখ
তোকে নিয়ে গল্প হোক।
আলতো হাতের ছোঁয়ায়
উষ্ণ আর্দ্রতার ধোঁয়ায়
মেঘবলাকা দেখে
মুঠো স্বপ্ন দিল এঁকে
স্পর্শ করে তনু মন
আশ্বাস আজীবন
মেঘ বর্ষণেরই ঝোঁক
তোকে নিয়েই গল্প হোক।।-
#নারী
নারী তুমি সত্যি জাগো
একটু হাতের ছোঁয়াতেই
মামনি ম্যাডাম বন্ধু বলে
একটুকুনি বলাতেই
মেসেঞ্জারে ছোট্ট হাই কি পড়ে আছো,
আই লাইক ইউ কথাতেই।
বসের উপুড় হয়ে উপচে পড়া
সেই তোমারই গায়েতেই
বাসে ট্রামে রেয়ার গ্লাসে
শরীর শরীর গন্ধেতেই।
সস্তা এক গানের কলি
দেখে তোমায় কন্ঠেতে
ভিতর অব্ধি জরিপ করা
লোভাতুর পশু রন্ধ্রেতে।।
এবার তুমি সত্যি জাগো
সর্বত্র সর্বগ্রাসী দৃষ্টিতে,
তবে কি ভুল ত্রুটি হয়ে গেল
অলমাইটির সৃষ্টিতে?
সত্যি কি শুধু শরীর তুমি
রক্ত মাংসপিন্ডেতে
আসল নারীর খোঁজ তবে কি
পায়নি এই হতচ্ছাড়া সৃষ্টিতে??
#দেবস্মিতা-
পিছন ফিরে তাকিয়ে দেখি সেই দিনের ছায়া
যার রূপে গন্ধে আজো অচেনা মায়া
মোহমুগ্ধ রূপ তার আহ্লাদে আটখানা
মনের দীর্ঘ প্রান্তরে তার অবাধ আনাগোনা
মায়ার আবেশে কাটতো সুন্দর হত দিন
পুলকিত মন তারি ছোঁয়ায় জাগতো নিত্যদিন
গন্ধ তখন একটাই তার পরশ ভরাতো মন
চিরনূতন সজীব প্রেমময় যৌবন।-
অন্তরেতে বাজলো মাদল মনে নিয়ে হর্ষ
প্রাণে মনে খুশির জোয়ার এলো নিয়ে নববর্ষ
সকলকে জানাই অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।।-
গহিন পথে যাওয়ার সাথি তুমি হবে নাকি....
কথায় কথায় যাওয়ার পথে খেলায় রব মাতি.... :)-
সময় যখন থমকে দাঁড়ায় মনের কাছে এসে....
আয়না তখন গল্প শোনায় সত্যিকারের হেসে.... :)-
GODs existence everywhere and in everything and viewing life as only His roller coaster ride game....
-
তোর রূপের বাহার কেমন আহা মনের মাঝে বেশ....
ছন্দ আনে মুক্ত তানে ছড়ায় প্রাণের রেশ....-
তুই তাকালেই এক আকাশভরা নেমে আসে হাসি....
তোর আলতো ছোঁয়ায় প্রেমের মুকুল ফোটে রাশি রাশি....-