14 MAY 2019 AT 22:54

।।একটি খোলা চিঠি।।
প্রিয় বৈশাখী ঝড়, কেমন আছো তুমি খুব জানতে ইচ্ছে করে? আমি আজ তোমাকে যে চিঠিটা লিখছি তা আজও কোনো কবি তার প্রেমিকাকে লেখেনি। একটি দীর্ঘ ভালোবাসার চিঠি, একটি স্বপ্নের সবিস্তার, মৌনতার বিষাদময়তায় গুটি গুটি অক্ষরগুলো তোমার কাছে পাঠালাম।
জানো বৈশাখী, আমি দাঁড়িয়ে আছি নদী কিনারায়, যেখানে স্রোতের তান্ডব আমাকে অমরত্বের সুর শোনায়। তোমাকে আমি বিস্ময়কর সে সুরের ভেতর দিয়ে আজো তন্ন তন্ন করে খুঁজি। হয়তো তুমি কোনোদিন ভাবতেও পারোনি যে, কোনো এক অখ্যাত কবি তার বিশ্বাসের পুঁজি দিয়ে তোমার জন্য রচনা করবে একটি চিঠি, তোমার অপেক্ষায় যা হয়েছিল লিখা বছরের পর বছর।।
আমার পিঠ স্যাঁতস্যাঁতে দেয়ালে আটকে আছে, মাথার উপর অসংখ্য তারা লাফালাফি করছে অনিয়মে, যেনো এখুনি ছিটকে পরে। আর আমি ঠিক এই সময়েই তোমার ধ্যান করছি।। তোমাকে লিখছি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের চিঠি।।

-