Debasis Adhikari  
14 Followers · 7 Following

Joined 30 June 2017


Joined 30 June 2017
13 OCT 2018 AT 21:25

ভবিতব্য হতে পারিনি ----
শুধুই একরাশ অভিমান পুষেছি বুক জুড়ে।

✍️দেবাশীষঅধিকারী

-


13 OCT 2018 AT 17:12

মাইনে চাইলে ঘেউ ঘেউ
বোনাস চাইলে আমার পার্টি লাগবে ফেউ।
ঘেউ ঘেউ...
তাইতো মাইনে চাইতে সাহস পাইনা কেউ।
ঘেউ ঘেউ
আমার উন্নয়ন লেগেছে ফেউ।
ঘেউ ঘেউ...
পরের বছর আমারা থাকবো না কেউ।
তাইতো বলি ঘেউ ঘেউ ঘেউ-উ-উ।

✍️দেবাশীষ অধিকারী

-


13 OCT 2018 AT 17:03

ছিঁড়েছো বাল...
পাকিয়েছো তাল।
অপেক্ষা করো কাল,
বুঝিয়ে দেব ২০১৯ সাল।

✍️দেবাশীষঅধিকারী

-


13 OCT 2018 AT 16:54

গিরগিটি রং বদলায় ----
আত্মরক্ষার প্রয়োজনে।
মানুষ রং বদলায় ----
স্বার্থসিদ্ধির আয়োজনে।

✍️দেবাশীষঅধিকারী

-


13 OCT 2018 AT 14:58

আমার দূর্গা
✍️দেবাশীষঅধিকারী

তোমার দূর্গা বিমূর্ত স্বর্ত্বায় ,
আমার দূর্গা চির জীবন্ত।
তোমার দূর্গা পূজিত হয় গন্ধ-পুস্পাঞ্জলিতে ,
আমার দূর্গা আজো জ্বলছে হয়ে অসহায় নিতান্ত।
তোমার দূর্গা মূর্তিতে প্রাণ পাই ,
আমার দূর্গা রক্তমাংসে।
তোমার দূর্গা সর্বত্র পূজিত হয় মানবসমাজে ,
আমার দূর্গা আজো শোষিত হয় সামাজিক অভ্যাসে।
তোমার দূর্গা মৃন্ময়ী দশভূজা ,
আমার দূর্গা আজন্ম সব্যসাচী।
তোমার দূর্গা বিশ্ব-মাতৃস্বরূপা ,
আমার দূর্গা আজীবন লাঞ্ছিতা , বনবাসী।
তোমার দূর্গা পূজিত হয় ----
সহযোগী তার কোমল ও রামচন্দ্রের পদ্মলোচন।
আমার দূর্গা বড়ই সহজলভ্য ,
তার যে শুধুই হয় অকালবোধন !
তোমার দূর্গা লাবণ্যময়ী ----
অঙ্গশোভে কাঞ্জীভরম্ কিংবা ঢাকাই জামদানি।
আমার দূর্গা অভাবে শত ছিন্ন ,
লজ্জা নিবারণে ভরসা ময়লা কাপড়খানি।
তোমার দূর্গা বিসর্জনের প্রাতে ,
সিঁদুর খেলায় সিঁদুর মাখে আহ্লাদী গালে।
আমার দূর্গা হয়তো তখন সতীত্ব হারিয়ে ,
পড়ে থাকে কোনো মেঠো জমির আলে।

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

-


12 OCT 2018 AT 22:33

দূর্গা

তোমার দূর্গা মূর্ত স্বর্তায় ,
আমার দূর্গা জীবন্ত।
তোমার দূর্গা পূজিত হয় গন্ধ-পুস্পাঞ্জলিতে ,
আমার দূর্গা আজো জ্বলছে হয়ে অসহায় নিতান্ত।
তোমার দূর্গা মূর্তিতে প্রাণ পাই ,
আমার দূর্গা রক্তমাংসে।
তোমার দূর্গা মানবসমাজে সর্বত্র পূজিত হয় ,
আমার দূর্গা শোষিত হয় সামাজিক অভ্যাসে।
তোমার দূর্গা দশভূজা ,
আমার দূর্গা আজন্ম সব্যসাচী।
তোমার দূর্গা মাতৃস্বরূপা ,
আমার দূর্গা আজীবন লাঞ্ছিতা, বনবাসী।
তোমার দূর্গা পূজিত হয় ---
সহযোগে কমল এবং রামের পদ্মলোচন ,
আমার দূর্গা বড়ই সহজলভ্য,
তার যে শুধুই হয় অকালবোধন!

✍️দেবাশীষঅধিকারী

-


12 OCT 2018 AT 17:46

অহংকারী কবির
আত্মলৈখিক কাবিতিক অভিমান ,
সময়ের বুকে একদিন ঠিক ---
হবে ভেঙে খান-খান।
অপেক্ষায় থাকো ---
সময়ের কাছে পাবে তার প্রমাণ।
এই জনমেই চাক্ষুষ দর্শিবে ,
থাকিতে এই অস্থিমজ্জার প্রাণ।

✍️দেবাশীষঅধিকারী

-


12 OCT 2018 AT 17:34

মনে পড়ে সময়ের বুকে ফেলে আসা
কিছু বিদেহী স্মৃতির কথা।
সময়ের ব্যবধানে আমিও নতুনে তৃষিত
ভুলেছি প্রাক্তনের ব্যাথা।।

✍️দেবাশীষঅধিকারী

-


12 OCT 2018 AT 8:41

মান নেই ,
অভিমান নেই ,
আছে শুধু নীরব ব্যর্থতা।

✍️দেবাশীষঅধিকারী

-


11 OCT 2018 AT 23:30

আসলে আপন বা পর বলে কিছু হয় না।
সময়ের বুকে সবটাই নিতান্তই আপেক্ষিক।

✍️দেবাশীষঅধিকারী

-


Fetching Debasis Adhikari Quotes