Debashree Chakroborty   (Aquarian_cloud)
513 Followers · 127 Following

read more
Joined 16 June 2017


read more
Joined 16 June 2017
24 APR AT 19:42

তেমন তেমন রাতে
যখন ঝড় নামে ধাপে ধাপে।
আমি অনুভবে পাই তারে।
মেয়ে মানুষের আকাঙ্খার
আছে রূপ দুই,
সে কথা জানিস কি তুই?
কাল বৈশাখীর রাতে
দোসর কে নিয়ে সাথে
রাত জেগে আবেগ ঢেলে
সোহাগ করে সব ভুলে।
মনের মধ্যে যে সোহাগ,
তার জন্য যায় জীবন যাক!
ভালবাসার একই সুর,
সমর্পণে ভাসে দুকূল ।

-


8 APR AT 18:26

প্রতিবিম্ব হয়ে জেগে থাকে একজোড়া তৃষাতুর চোখের চাওয়া।
পাতার কোনায় কোনায় পাওয়া যায় পুরনো হাতের ছোঁয়া।
সময় হারিয়ে সময় ভাসে,
হলুদ রঙের জমা পরে।
মনের মধ্যে নদী বাঁকে,
দুকূল ভাসে হঠাৎ করে।

-


7 APR AT 23:12

দীর্ঘ সূর্যাস্তের সোনালী আলোর মতোই দূর্লভ।
ক্ষনিকের এক শিহরণ দেওয়া অনুভূতি।
কিন্তু সে শুধুই অনুভূতি।
ভালো লাগা মুহূর্তের বাইরেও আছে আরও অনেক পথ।
সেসব কথা কেই বা চায় মনে রাখতে?
বাক্সবন্ধী হয়ে থাক সে সব স্মৃতি।
আমি সূর্যোদয়ের ভাস্কর্য দেখতে ব্যস্ত ও অভ্যস্ত।

-


6 APR AT 10:45

স্মৃতি আগত ৰাখি

ডেউকা মেলি দিওঁ সীমহিন অসীমত।
জীৱন যেন কথা নদী।
একা বেঁকা পঠবোৰ স্মৃতিত ভুবুকি মাৰে।
আৰু বাৰিশাৰ দৰে ভৱিষ্যত সপোনt আশাৰ
গান গায়।

এয়া মোৰ ঘৰ নহয়।আঁ
যাত্ৰীৰ কোনো ঠিকনা নাথাকে।
থাকে মাত্ৰ স্মৃতিৰ এখন খিৰিকী।

স্মৃতি আগত ৰাখি
খোজকাঢ়ি যাও অনাদি সময়ৰ বুকুত।
একa ঘূৰি নাহা বাটেৰে।

-


6 APR AT 9:10

ফাগুনের মন আড়মোড়া ভাঙ্গে সকালের চায়ের গরম আলিঙ্গনে।
সদ্যস্নাত নতুন সবুজ পাতার মাথায় চিকমিক করে।
বারান্দায় গা এলিয়ে দাড়িয়ে থাকে অনেকক্ষণ।
পায়ে পায়ে ছুঁয়ে যায় ধরা তল।
জেগে উঠে উঠোন জুড়ে ঝুমুর নেচে যায় ।
কার মনেতে ফাগুন লেগে ঘুংরুতে প্রাণ পায়।

"ও সজনী ঘুঙুর পায়ে নাচবি যদি আয়!
বদ হওয়া শহরের যেন লাগে না গায় লাগে না তোর গায়।"

-


4 APR AT 9:12

ঘড়ির কথা সেই জানে।
তার কাঁটায় জীবন চলে।
জড়িয়ে আছে সময় জাল।
আঁকড়ে ধরে জীবনকাল।

-


3 APR AT 23:18

অনেক দিন পর
শব্দেরা ফিরে এলো যখন বৃষ্টি ঘণঘোর।
আঙুলে আঙ্গুল ঠেকিয়ে লেখা গুলো রঙ ধরেছে আবীরের।
উষ্ণতার ছোঁয়ায় বুঝলাম এটাই তবে মাদকতা বসন্তের।
বাতাসে বিদ্রোহ ঋতুবদলের
আর মনের মধ্যে দগদগে জ্বলছে হারিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার রাঙা স্মৃতির,
তবু পলাশের মতোই বেহায়া এই মন।
উপচে পরা আবেগকে ভাসতে দেয়
শব্দের ডিঙি নৌকোয়।

-


31 JUL 2023 AT 9:29

ঘরে ফেরার পথটা
দূর আকাশের সীমানায়
মেঘেদের দেশ হক বা মেটে রাস্তায়
এঁকে বেকে চলা কু ঝিকঝিক রেল গাড়িটা।
আমার জন্য ঘরে ফেরার পথ মানেই
চা বাগানের পাশে পাশে থাকা রাস্তা
আর কড়া চায়ের গন্ধ নাকে লাগা।
ছোট বেলার স্মৃতির নদীতে পাই দেখা
দাড়িয়ে আছে বাবা ধরে ট্রেনের দরজা।
এ পথে আছে এক মন ভালো লাগা হওয়া,
যতবার ফিরেছি
ঠোঁটের কোণে ছুড়ে দিয়েছে এক মুঠো নিষ্পাপ হাসি।
শোনো পথ তোমার আমার সম্পর্কের নেই কোনো গল্পঃ গাঁথা।
আমরা বড় হলেও আমাদের বয়স বারে না।

-


25 JUL 2023 AT 9:56

জগু দাদা

কু ঝিক ঝিক রেলগাড়ী
তাতে চেপে চলো পুরী,
আছে সেথায় দাদার বাড়ি।
দাদার বাড়ি মজা ভারী
খাজা খেয়ে পেট ভরি।
দাদা আমার ভীষন ভালো
হাত ধরে ঘরে ডেকে নিয়ে গেলো।
মুখে তার উজ্জ্বল হাসি
আমরা দুজনে আনন্দে ভাসি।
জগন্নাথের নিজের লীলায়
নিজেও ভাসেন মায়ার ভেলায়।
দাদা তুমি বড্ড ভালো
আবার আসবো মন করোনা কালো।
এবার তবে রাখি পূর্ণিমায়
আমি পড়াবো রাখি তোমায়।

-


21 JUL 2023 AT 10:02

গ্রামগঞ্জ বন পাহাড়,
এটেল মাটি পুকুর পার।
সবুজ ক্ষেত অবুঝ মন,
বন্যাগ্রস্ত বনাঞ্চল,
সব পেরিয়ে মেটে ঘর
ঘরের মধ্যে অন্ধকার।
মেটে পথের অন্য পারে
প্রগতি ছোটে সাদা রেল গাড়িতে।
সমাজ হাটে উলংগ হয়ে
দেশ ছুটেছে বুলেট ট্রেনে।

-


Fetching Debashree Chakroborty Quotes