Debarun Mondal   (DEBARUN LEFTIST MONDAL❤✊)
58 Followers · 25 Following

read more
Joined 1 May 2020


read more
Joined 1 May 2020
1 JAN AT 17:47

• বছর আসে যায়, দিশাহীন •
দেবারুণ মন্ডল

একটা পাতা উল্টে দিলেই
নতুন বছর (ক্যালেন্ডার)।
দমবন্ধ পৃথিবী লাট্টু খেলতে খেলতে
মায়াবী সূর্য্যটাকে
বোকার মতো একপাক ঘুরে এলো,
গতিমানতা কেবল এটুকুই।
ব্যস; তোমার-আমার জীবনে এর বেশি
আর কিস্যু নেই।
শুধু; এই প্রজন্ম আরেকটু বুড়িয়ে গেল।
অনেকে 'কক্ষপথ' থেকে ছিটকে গেলেন।। (চিরকালের মতন...)

-


30 DEC 2023 AT 1:51

• বিপ্লবের দিব্যি •
দেবারুণ মন্ডল

যে ভরসার গহীনে অন্ধকার নিঃশ্বাস রেখেছি ধরে
যে বুকের ছিদ্র হাপরে কথা জমে আছে খানিক
যে হাত এখনও হাত বাড়ায় মানুষের দুঃসময়ে

দুঃসময়কে গুঁড়িয়ে সুসময় নিশ্চয়ই আসবে।

যে প্রত্যয়ে তুমি আজও
শেষ লড়াইয়ের ফুটপাতে একা গান বাঁধো,
তোমরা তো জানো
সাথী শহিদ
আমার মৃত্যুর পর
বুকের মধ্যিখানে জড়িয়ে রেখেছি
না... কোনও গীতা নয়;
কোরাণ নয়;
বাইবেল নয়;
অনেক বন্ধুর সংগঠিত বিশ্বাস-জড়িত
একখণ্ড সাহসী 'লাল পতাকা'!!

-


7 SEP 2023 AT 1:29

• শৈশব •
দেবারুণ মন্ডল

আমার মৃত্যুর পর থেকে যাবে শুধু
তোমার শৈশব।
আঁচল ভাঙা পাড়
মাদল রাঙা ভোর
ভাঙছি আমি অন্ধকারের ক্ষুধামানব ঘোর।
খুন হতে হতে সব মানুষ
একদিন ঠিক প্রেমিক হয়ে যাবে।
অবুঝ কবিতারা
ছন্দ মেলানোর মিলিত অপচেষ্টায়
কখনো সখনো ক্ষুধার্ত পথ হারাবে!
তারপর নীল জলে আদর আসবে;
ঘন ঘন।
কারণ
আমার মৃত্যুর পর ভেসে যাবে শুধু
...আমার শৈশব।।

-


26 JUL 2023 AT 3:14

• চিরকুট •
দেবারুণ মন্ডল

এভাবে আগলে থাকা দিন
ইশারা পথেই থেকো রোজ,
অজানা মালিক হবো বলে
নিয়েছি তোমার বৃথা খোঁজ।

যদিও শব্দ বেঁধে বাঁচি
স্পষ্ট দৃশ্যে চালাও কাঁচি,
তবুও স্বপ্ন বুনেছি একা
হঠাৎই তোমার আদর দেখা।

আমি তোমায় নিয়েই বাঁচি; তুমি আদর রাঙা ভোর।
আমি তোমার রক্তে আছি; তুমি ঘরে ফেরা প্রহর।।

-


8 JUL 2023 AT 2:56

• দরোজায় প্রেম এসেছিল •
দেবারুণ মন্ডল

প্রেম আমি কি তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি!
তুমি ভাববে আমি হয়ত দুঃখ যাপনের মৌষলকালে
নিষিদ্ধ হৃদয়টুকু দূরে সরিয়ে রাখলাম।

ধুর পাগল; ওসব কিছুই নয়।
শতাব্দীর পর শতাব্দ
এ মৃতমহাদেশে
ভালোবাসতে বাসতে ক্ষয়িত হত ক্লান্ত যে প্রেম,
তার চোখের তারার ফাগুন হয়ে
মায়ের আঁচল আগুন হয়ে
নীরারা কিভাবে যেন থেকে গেছে ঠিক!
পাগলী এবার তোর মাথায় বিলি কেটে
খানিক ঘুম পাড়িয়ে দিই??

(তুই বিশ্রাম নে... তুই বিশ্রাম নে... তুই বিশ্রাম নে)

-


23 JUN 2023 AT 11:05

• রুপান্তর •
দেবারুণ মন্ডল

প্রেমহীনতায় এই যে বেঁচেছি কাল
কালের গহীনে অবাধ্য ঢেউ আঁকো।
মৃত্যুকঠিন স্বাধীনতা ফিরে আসে
নারীর শরীরে পুরুষ; মিথ্যে সাঁকো।।

-


2 JUN 2023 AT 3:24

• SIDELINER •
দেবারুণ মন্ডল

সবাই কত কি লিখছে বলছে করছে
গলা চড়াচ্ছে।
কিছু না কিছু হচ্ছে মজা।
বনবন এই চাকা, বেনিয়মে লাগাম পরাচ্ছে না।
এলিট সর্বদাই অধিকার সচেতন-
নারীর অধিকার
পুরুষের অধিকার
সমকামিতার অধিকার
প্রেমে বাঁচার অধিকার
গো মাতার অধিকার
হিন্দুর অধিকার
মুসলমানের অধিকার
শিল্পসাহিত্য কিস্তিমাত।
খুঁড়তে খুঁড়তে যৌনতা কুকুর শামুক কেঁচোর অধিকার,
মিছিল মিটিং সংস্কৃতি সিনেমা
কান-বুকান পুরস্কার লাভ।
-'অধিকার বুঝে নিন', সমাজকর্মীসুলভ চিলচিৎকার।

ঘেমো ঘেমো কালো মাথা
ক্ষয়িত সংখ্যা মানুষ,
অধিকার অধিকার ধরাধরির বিচিত্র এ খেলায়
জেনো; তোমরা কেবলই বারোতম জলবাহক।।

-


25 MAY 2023 AT 13:23

• বাঁশুরিয়া •
দেবারুণ মন্ডল

সেদিনও ছুটে গেছি তার বাড়ি
জমানো আবদারে আদর ভাগ করা ছিল।
পাগল বলেছে লোকে আনাড়ি নীল চোখে
তোর পাগলামি আমাকে শিল্পী বানালো।।

-


17 MAY 2023 AT 13:19

বললে কথা বিরুদ্ধতার পোড়াও তুমি রাগে
ভুললে কেন "মানুষ" ছিলে 'হিন্দু' হওয়ার আগে।।

-


16 MAY 2023 AT 13:15

• 'LA PARTISANO' •
দেবারুণ মন্ডল

বহ্নি
সে এক অন্য লড়াই
লড়তে গেলে দম লাগে,
বহ্নি
সে তো নিজেই আগুন
বৃষ্টি তোমায় সামলাবে?

বৃষ্টি কোথায় উল্কাপাতের; শহরজুড়ে রূপকথা
বহ্নি জানে একলা গলি মনকেমনের চুপকথা।

একলা গলি পাশ ফিরে রয়
বহ্নি তখন হঁ্যাচকা টান
বছর কুড়ির অবক্ষয়
জীবন লেখে অলীক গান।

জীবন প্রদীপ ফুরিয়ে গেলেও
বুকের বারুদ বাঁচিয়ে রেখো
সম্ভাবনার একশো তারায়
'বহ্নিশিখা' জ্বলে ওঠো।।

-


Fetching Debarun Mondal Quotes