মহাকাল তাঁর বুক পেতেছেন যার রাঙা পায়ে,
আমার মন সেই শ্যামার কোলের জবা হতে চায়।
বিশ্বের সব জরা ব্যাধির উত্তর যার কাছে,
সেই শ্যামা সব ভক্তের বুকে স্পন্দন হয়ে বাঁচে।-
আমি আজও "একা" লিখে যাই।
হিসেব গুলো মিলবে সব'ই ; কেউ জানেনা কবে,
মাটিতেই সব তোমার আমার ঋণ গুলো শোধ হবে।
অহংকারের রাস্তা থেকে পারলে বেরিয়ে আসো,
জীবন বোধের আঙিনা থেকেই জীবন কে ভালোবাসো।-
আমাকে যে হারালো, ক্ষতিটা শুধু তার'ই
হাজার আঘাতের পর'ও আমি ঘুরে দাঁড়াতে পারি।-
বিশ্ব জুড়ে মায়ের লীলা; না জাত বোঝে, না ধর্ম!
আমার শ্যামা মানুষ বোঝে; আর বোঝে তার কর্ম।
-
রাগ, অভিমান, ঘৃণা,সব'ই ক্ষণিকের পিছুটান!
যত আঁকড়ে ধরে থাকো,সেই সময়ের স্রোতেই ম্লান।
-
আয়নাতে যে তাকিয়ে আছে, তার যত মনের শোক,
খেয়াল রেখো দিনের শেষে; ব্যস্ততা সে যতই হোক।
সময় থামেনা কারোর জন্যে, ফুরিয়ে যাওয়াই নিয়ম তার,
মনের খোঁজ না রাখো যদি ; কি লাভ বলো জীবনটার!
-
মন থেকে কোনো জিনিস কাউকে, ভালোবেসে যদি দাও,
বদলে ফেরত অবজ্ঞা আর অবহেলা শুধু পাও।
মনে রেখো তুমি ভুল করেছো, মানুষ চিনতে আবার,
বন্ধু হলেও গুরুত্বটা সমান হয়না সবার
-
যেদিন থেকে বুঝবে তোমার রক্ত ভালো লাগে,
গুলি চললে মনের ভেতর খুশির লহর জাগে।
সেদিন শ্রাদ্ধ নিজের হাতে মানবিকতার দিও,
বিক্রি করে নিজের ইমান, কলংক কিনে নিও।
দায়ভার থেকে মুক্ত হয়ে ভালো সেজে থাকার,
দরকার আর হবে না তোমার মুখোশ পরে রাখার
-
এ কেমন হলুদের মায়া প্রিয়;মুক্তি নেই, শুধু জড়িয়ে যাচ্ছি আরো,
লুকিয়ে রেখেছো দু চোখে এত প্রেম, পড়ার আগে জানালে না একবার'ও।
শরীর জুড়ে কিসের শিহরণে তোমাকে পাওয়ার বাসনা কেবল জাগে,
আবেগ দিয়ে মেটেনা এই জ্বালা,পুরোটাই চাই তোমাকে আমার ভাগে।
এখন শুধু অপেক্ষা তেই আমি, উপেক্ষা করে দূরত্ব যা আছে,
পাশে নেই তাও স্পর্শ গুলো তোমার;আমায় জ্বালায় অল্প অল্প আঁচে।
-
একটা বছর হয়তো শেষ, কিন্তু তার থেকে পাওয়া স্মৃতি,
আজীবন থেকে মনে, খুঁজে যাবে নিষ্কৃতি।
কবিতা লিখে জানি দুঃখ যাবে না ভোলা,
যারা হারিয়েছে সব কিছু তাদের কঠিন পথ চলা।
আস্থা তবুও রাখি, একটা নতুন ভোরে,
মানুষ হাসবে আবার মানুষের হাত ধরে।
-