Debanjana Roy   (Quote Deb's)
606 Followers · 34 Following

বোবা ঠোঁটও কথা বলুক
অস্ত্র নয়, কলম চলুক।
Joined 16 June 2017


বোবা ঠোঁটও কথা বলুক
অস্ত্র নয়, কলম চলুক।
Joined 16 June 2017
26 OCT 2018 AT 23:41

প্রিয় সিলিং-এ লক্ষ তারার ভিড়,
আমি নিরুত্তাপের আঁচে
তুমি আজ 'আমি'-র ভাজে নেই।
প্রেমগুলো আজও হৃদপাঁজরেই বাঁচে...

-


24 MAY 2018 AT 16:11

dreamt about my 'dream'

-


23 MAY 2018 AT 0:12

Tu phirr se ganja
marke aaya
hain na!










You are as beautiful as my ex...

-


22 MAY 2018 AT 12:51

When you sign the cheque for withdrawing your salary after demonetization..

-


20 MAY 2018 AT 23:12

Government to the
General candidate's
job future..

-


19 MAY 2018 AT 22:12

In Examination Hall


What I remember

What I read

-


19 MAY 2018 AT 12:34

When I see a couple saying each other:
I can't live without you...


Me: Saab 'Mooha Maya' hain bhaiyaa..

-


15 MAY 2018 AT 21:35

আমার উৎসব রোশনাই হীন।
তবে বিলাতি আলোর মোড়কে বদ্ধ নয়।
দুবেলা পেটের খোরাক পাবে ওরা,
পুড়ে যাওয়া মোমের ধোঁয়াশা যেদিন ফিলামেন্টের গায়ে জমা হবে;
নিগূঢ় রাতের ক্যানভাসে একটুকরো সোনা ফলাবে!

আমার উৎসব ধর্মউবাচ হীন।
কোরান-বাইবেল-গীতা সংজ্ঞাবাহী হবে না।
সকল মানুষ আনন্দন্মত্ত হবে লোহিত
কণিকার সমানে।
ওপাড়ার শ্যাম, আলি আর জনের নাম যেদিন
কেবল সৌহার্দের কালিতে লিখিত হবে,
ধর্মের প্রস্তর কেবল উপাসনার ত্বরে নাম-গোত্রহীন ভাবে প্রোথিত হবে!

আমার উৎসব রাজাহীন।
কর্তৃত্বের বানে আটকানো রাজনীতি কারও শরীরে দলাদলির ছাপ বসাবে না।
যেদিন আপাত গনতন্ত্রের চ্যালা কাঠ
রক্তবীজ বপন না করে সুদৃঢ় এক সমাজ
কাঠামো গড়ে তুলবে!

আমার উৎসব প্রতিমা হীন।
রক্ত মাংসের দেবীকে কেউ উচ্ছিষ্ট করবে না।
যেদিন এক্স-ক্রমোজোমের দায় স্ত্রীকে দেবে না,
সাদা চাদরে নববধূর চরিত্র খুঁজবে না,
আস্তাকুড়ের গহনে নরম আঙুল তার অস্তিত্ব হাতড়াবে না,
নিষ্পাপ শিশুমুখ দেখে, একলা মেয়ের বুকের খাঁজ দেখে সম্মোহন জাগবে না!
সেদিন আমার উৎসবের মশালের প্রজ্জ্বলন ঘটাবে এক ছটাক খুশির শিখা,
দিগন্তরেখায় বিচ্ছুরিত হবে আমার উৎসবের আনন্দ দিপ্তী।

- Quote Deb's




-


13 MAY 2018 AT 21:22

মা, তোমার চোখ দিয়ে দেখা লক্ষ্যগুলো,
আমার চোখ দিয়ে পূরণের পথ দেখে।

-


4 MAY 2018 AT 10:41

রক্তশূন্য পাজর, এলো চুলের নেশা,
বহালতবিয়াতে মন, ঠোঁটে নিকোটিনের পেশা।
শরীরের বারুদের রাত জ্বালানো স্বভাব,
ভেতরে ভেতরে কালবৈশাখী, বাইরেই নোনা জলের অভাব।।

- Quote Deb's

-


Fetching Debanjana Roy Quotes