একাকীত্ব যা খোঁজে তা হলো ভালোবাসা.....।
-
একটা আগুনরঙা ফিনিক্স পাখি সবাই পোষে মনে,
নিজেই পোড়ে, নিজেই জাগে, ভস্ম অভিমানে।
-
অন্তর্মুখী হলে তার অভিব্যক্তি কম,
সেই হিসেবে ধরে নেওয়া,''সহ্যশক্তি বেশি''!
মাটি কাঁদতে পারে না বলে আমরা....
ইচ্ছে মতো খুবলে নিতে মাটির কাছেই আসি।।-
মনের ভিতর এক-আধ ফুজিয়ামা
শান্ত চোখের আড়ে ঠিকই জ্বলে;
সময়মতো আলোর দাবি সবার,
আগুন বুকে মোমের মতো গলে।
ঠিক কতটা পুড়লে হয় নিজেই নিজের শব!!
ঠিক কতটা মৌন্যতা ছাপায় কলরব ??
-
উপেক্ষায় পঙ্গু হয়ে যাওয়া মন জানে
আসলে ঠকে যায়নি সে।
এই যে স্থবিরতা যেটা পাওয়ার কথা ছিল না কোনদিন,
সেই নিশ্চলতায় বিরাট একটা বটগাছ জন্মেছে।
যদি কোনোদিন আবার আশ্রয় চায়
টুপটাপ করে লালটুকটুকে ফল গুলো ঝরে পড়লে
সে সব কেবল রক্তাত্ব মুহূর্তদের সাক্ষী।।
-
আমার দেশ মানুষের হোক, ধর্মের নয়।
আমার দেশ কর্মের হোক, ফেলে রেখে ভয়
সাহসী হোক,
ভাই বলে ভাইকে বুকে টেনে নিতে,
আমার দেশ ...
হিংসায় হেরে যাক, ভালোবাসা জিতে।।
-
দু এক কথা বলতে গেলে অল্প করে 'আল্পস' জমে যায়,
সহজলভ্য যা কিছু আছে, অল্পতে তার দাম কমে যায়।
_সহজিয়া🖋️-
জীবন যাকে দিয়েছে যত, তার অভাব তুলনায় বেশি,
জীবন যাকে নিঃস্ব করেছে, অল্পতে সে অনেক খুশি।।-