তার রূপে অন্ধও পোড়ে প্রেমের আঁচে;
আমার তো তারপরেও চোখ দুটো আছে।।-
দেব দাস
(দেবদাস ♨)
226 Followers 0 Following
প্রেমের দাবায় তুমি রাজ বেশে,
ঘোড়া ছাড়াও সঙ্গী সাত;
আমি প্রেমিক, এক ঘোড়সওয়ারী
আড়াই চালেই কিস্ত... read more
ঘোড়া ছাড়াও সঙ্গী সাত;
আমি প্রেমিক, এক ঘোড়সওয়ারী
আড়াই চালেই কিস্ত... read more
Joined 30 October 2018
3 APR 2022 AT 15:29
নিজেকে ভেঙে করবো গুঁড়ো,
রাখবো না কোনো ছাপ;
পৃথিবীর পরিধিটার নেবো
এবার কক্ষপথে মাপ।।-
2 APR 2022 AT 23:48
ক্ষিদেও আপন মনে,
মন জুগিয়ে খেতো;
সুলভ প্রেমিক হলে বোধহয়
মন বাঁচানো যেতো।।-
31 MAR 2022 AT 8:21
আদি থেকে অন্ত বলে,
জীবৎকাল সংক্ষেপে;
ভেতর জলে পচন ধরে
যত কান্না রাখি চেপে।।-
31 MAR 2022 AT 0:38
একটা মাথা কাঁধ খুঁজেছে,ভরসা হারে প্রতিবারে;
রাত জেগে অঙ্ক মেলায় জীবন শুনে গুলজারে।।-
29 MAR 2022 AT 20:29
তোমার আমার চিলেকোঠা
ছাদের ওপর আকাশের ঘর;
ঠিকানা হীন পায়রা যুগল
অজানা দ্বীপে একা যাযাবর।।-
23 MAR 2022 AT 23:06
শেষরাতের গন্ধ বিশেষ
অন্ধ হওয়ার পরে;
বিপ্লবী হয় ঝটকা হাওয়া
বন্ধ কোনো ঘরে।।-