তুমি বলো, মুষ্টিমেয় বন্ধু নাকি তোমার
যাদের রেখেছ তুমি খোঁজ,
চোখ খানা মেলে দেখো,
আশে পাশে সবাই নিখোঁজ।
-
আমি ব্যার্থ প্রেমিক:
আমার স্বপ্ন গুলো গোছানো,
কিন্তু আজো যখন, মনে পড়ে গভীর রাতে
তোমার কথা,
প্রতিবারের মতো নিজেকে পেয়ে থাকি একা!
দেখি প্রায় রোজ তাকে অন্যের সাথে,
কিন্তু তার চোখ পড়েনা কখনো আমার চোখে।
আমি দোষ খানা দেই নিজেকেই,
সে যে আর আমার নেই,
তবে কেনো এতো অস্থিরতা মনে?
জীবনে কিছু উত্তর নিজেই প্রশ্ন!
নিজেকে বলি, তুই কি অন্যের দাস?
কত দিন বা নিজেকে বোকা বানাবি?
কতদিন! নিজের থেকে পালাতে চাস!-
-:দুরত্ব:-
আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে সবাই
তাই নিজের মন খারাপ এর গল্পঃ গুলো
নিজে কেই শোনাই।
অবশ্য এটাও হতে পারে,
আমি সবাই কে দূরে সরিয়ে দিচ্ছি
বোঝা মুসকিল যে,
অন্যরা এখন ভালোবাসে না, নাকি
আমি বেশি আসা করে ফেলি ফেলছি।-
: বিচ্ছেদ :
সমাজে অসহায় মানুষ গুলোর মাঝে,
তারাই অন্যতম,
যারা নিজেদের অভিমান রাগ কষ্ট
প্রকাশ্যে অক্ষম।
তবে
রাগটা মাঝে মধ্যে প্রকাশ পেলেও
অভিমান ক্রমশ চাপা পড়ে
আবেগ গুলোর ভীড়ে।
বেহায়া তুমি যে কারণে,
তাই কষ্ট গুলোর কথা আজ,
নাই বললাম তোমারে।
যদি পারতাম, সময়টিকে নিয়ে ,
নদীর স্রোতের বিপরীতে পারি দিতে।
তবে হয়তো পারতাম
তোমায় আমি অগ্রিম চিনে,
আরো ভালো একটা মানুষ দিতে।
-
আমার আজো ইচ্ছে করে,
বলতে কথা তোমার সাথে,
ধরে তোমায় জড়িয়ে,
আবার ক্ষমা করতে।
কিন্তু,তুমি হাওয়ার মতন,
সময় বদলাও সুযোগ পেলে,
শুধু আমি অনুভব করি
কষ্টের প্রহর আমার শরীরে।
- David Dutta-
এই করুন নয়নে তুমি কার দিকে চেয়ে?
যেন চাতক বারির পানে নিস্তব্দ সুরে!
তোমার নয়নে ছিলো মিষ্টি একটা গল্পঃ ;
পড়তে পারিনি সেদিন পড়তে চাই অল্প।-
" মনের অবস্থাটা অগোছালো।
প্রিয়? সেতো আছেই ভালো।
নিকোটিন? তাতে আমি আশক্ত।
নিরঝুম লাগে দিনের শেষে,
তার ফোন আসেনি এটা দেখে;
একা মনে হয় নিজেকে,
কারণ আমার প্রিয় জেনেও অবুঝ সাজে;
নিদারুণ কষ্ট আমার শরীরে মাখে,
সম্পর্কে থেকেও না থাকার মতন
কেমন জানি তুমি , অন্য রকম। "-
লাবণ্য বিলীন বিলাসিতায়!
সৌন্দর্য শুধু উপমা,
যেটা শিরোনামেই রয়ে যায়। — % &-
হে ঈশ্বর,
আমি চাই অমিক্রম বেড়ে যাক!
♥️
আর February মাসে যাতে কোনো প্রেমিক প্রেমিকা দেখা না করতে পারে।-