Cynthia Moitra   (Sinful soul//একাকী চিত্ত...)
125 Followers · 44 Following

read more
Joined 2 November 2017


read more
Joined 2 November 2017
21 MAY 2020 AT 23:05

অনাহারে মরে প্রাণ, কোরোনার ভিড়ে
জীবিকার অভাবে অন্ধকার ঘরে
তুমিও কি নিষ্ঠুর হে প্রকৃতি,
ছিনিয়ে নীলে সেই ঠাঁই টুকু কে।

অন্যদিকে দেখো সেই সব মানুষকে
মত্ত নেশায়, অট্টালিকার মাঝে
দুঃখে কাঁদছে সে মদের অভাবে,
ঝড়ের কারণে সে ক্ষুদ্ধ ইন্টারনেটের অভাবে।

দেখিনি তাদের... বড় বড় মল এ চলতে ,
এসির হাওয়া খেতে ।
প্লেনে চড়ে বিদেশ ঘুরতেও দেখিনি,
দেখেছি তাদের মরতে।

যেদিন গাছ কেটে মল বানানো হয়েছিল,
সারাদিন এসির থেকে দূষিত বায়ু বেরিয়েছিল
সারা দুনিয়া ঘুরে রোগ এসেছিলো,
সেদিনই বুক ভরে কেঁদেছিল প্রকৃতি।

কিন্তু কেন অকারণে মরলো তারা?
যারা চোখে জল নিয়ে, লড়াই করে
প্রকৃতির রাগ সয়ে, রোজ সংঘর্ষের মধ্যে বাঁচে
হে প্রকৃতি, তাদের কি দোষ ছিল ?

-


28 APR 2020 AT 22:14

When this ends,
I will tell you I missed you
I missed your warmth,
I missed the smell of Home..
Your brown deep eyes,
That lips saying you love me,
Your bright Smile for me.
I will tell I missed you.
When this ends.

-


30 NOV 2019 AT 17:52

Every posts scream out loud
"We want justice, Hang the rapist"
Every person has a 'share' option
Sharing falls under their responsibility

Every Woman is scared to be out and
Every man is scared about their family
Stop blaming the gender, Stop slut shaming
And objectifying every individual.

Those people out their for whom,
She isn't a person but a vagina to fuck.
How can someone be minor to get hanged
and not minor to just rape a mother's daughter?

Don't blame the Gender for anything
Her father cried too because he couldn't help
Her male friends felt ashamed ,
She wanted help from anyone irrespective of any gender.

I am not Ashamed to be from this country
I am ashamed of the people developing this mindset
I am ashamed cause Everyone is scared
I am ashamed cause I am Unable to change the mindset.

-


2 NOV 2019 AT 13:26

ভোর ৫টা ২৩-এ ডিসেম্বর
বহুতলের ছাদ থেকে কুয়াসাধাকা কলকাতা শহরকে দেখেছিলাম। এক হাতে কলম নিয়ে আরেক হাতে খাতায় ফ্রেঞ্চের "আ, বে, সে" এর মধ্যে আটকে খোলা আকাশের নিচে চলন্ত গাড়ির ভিড়ে একটু পড়াশোনায় ফাঁকি মেরে আনন্দ খোঁজা। এখনও স্মৃতিপটে ভাসে ছোটবেলার শীতের সকালে উঠে মায়ের আদর খেয়ে সহজপাঠের বই হাতে লেপের মাঝে পড়তে বসা। গাড়ির হর্নের আওয়াজে ভেঙে গেল ছোটবেলার সেই ভাবনা, সময়টা পাল্টে গেছে। শরৎকালের শিউলি ফুল কুড়িয়ে বাড়ি ফিরে আসা, বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে বকা খাওয়া সব মিলিয়ে গেছে অতীতে। ঘড়িতে বাজে ৬টা , বেরোতে হবে তার আগে সারাদিনের সব কাজ সারতে হবে। কানে হেডফোন গুঁজে চলতে শুরু করলাম, "যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়..."

-


1 JUL 2019 AT 23:41

Noticing your friend to change and turning like someone else..aches one's heart.

-


29 JUN 2019 AT 20:03

Distraction from the unnecessary world .

-


21 JUN 2019 AT 14:02

Trying to get rid of
Unexplained emotions
Spilled over my life..

-


14 JUN 2019 AT 11:22

তুমি আমাকে ভালোবাসো ?
আমার রক্তাত্ব জীবনে নিজেকে দেখতে চাও
সমস্ত দুনিয়া কে ছেড়ে আমাকে আঁকড়ে বাঁচতে চাও
ক্ষত বিক্ষত আমার হৃদয়কে আলিঙ্গন করে
নিজের জিবনে অশ্রুরক্তের বন্যায় থাকতে চাও..
তুমি এতটাই ভালোবাসো?

-


10 JUN 2019 AT 18:51

Try to say " No "
In a group..
Where everyone
Says " yes! "

You will get rid of your fake friends.
Thank me later.

-


3 JUN 2019 AT 22:46

Looking through the window pane
she looked at that lovely tree..
Waving in wind, It's leaves was it's mane
just look at it and see your sadness flee.

On a sunny day it used to smile bright
The greens turned prettier than before
Getting drenched in the rain and being alright..
It danced away all problems,which existed no more.

The little girl through her window
found a friend to share her emotions.
That tree was her life's Only hero
It was all her problem's only solution.

-


Fetching Cynthia Moitra Quotes